কালিয়াগঞ্জ ও রায়গঞ্জে বিজেপির কার্তিক ঝরে বেসামাল দুই পৌর সভার সমস্ত ওয়ার্ড,একটি ওয়ার্ডেও তৃণমূলের দেখা নাই
1 min readকালিয়াগঞ্জ ও রায়গঞ্জে বিজেপির কার্তিক ঝরে বেসামাল দুই পৌর সভার সমস্ত ওয়ার্ড,একটি ওয়ার্ডেও তৃণমূলের দেখা নাই
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৬ জুন:এবারের বৈশাখে ও জৈষ্ঠ্য মাসে কাল বৈশাখীর দেখা না মিললেও ব্যাপক গৈরিক ঝরে ভেঙে চুরে তছনছ শুধু নয় খর কুটর মত উড়িয়ে দিয়েছে রায়গঞ্জ ও কালিয়াগঞ্জের তৃণমূলের সব ওয়ার্ড গুলি।রাজ্যে বিজেপির ভড়া ডুবির মধ্যেও রায়গঞ্জ আসনের বিজেপির তরুণ তুর্কি নেতা তথা কালিয়াগঞ্জের রূপকার কার্তিক পালের দুরন্ত ভোটের ঘোড়া যে ভাবে ছুটে তছনছ করে দিয়েছে তৃণমূলের ঘর তৃণমূল ভাবতেও পারছেনা।কালিয়াগঞ্জ ও রায়গঞ্জের শাসক দলের অনেকের বক্তব্য বিজেপির কার্তিক সুনামির এমন দাপট হতে পারে তা অনেকের কল্পনার বাইরে ছিল।
খবর নিয়ে জানা যায় কালিয়াগঞ্জ পৌর সভার ১৭ টি ওয়ার্ডেই কার্তিক পাল বিপুল লিড নিয়ে জয়ী হয়েছে। জানা যায় (১)নম্বর ওয়ার্ডে বিজেপি লিড নিয়েছে ৬৫৩ টি ভোট পেয়ে,(২)নম্বর ওয়ার্ডে_৫৩২ টি ভোট,(৩)নম্বর ওয়ার্ডে ১৬৫৫ ভোট,(৪) নম্বর ওয়ার্ডে ৭৩৪ টি ভোট (৫)নম্বর ওয়ার্ডে ২৯৪৭ টি ভোট(৬) নম্বর ওয়ার্ডে ১৫৬৮ ভোটে (৭) নম্বর ওয়ার্ডে ১২২৯ টি ভোট,(৮) নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা সাংসদ কার্তিক পালের ওয়ার্ডে ১৯৪৬ ভোটে লিড,(৯)নম্বর ওয়ার্ডে ৮৪৭ ভোটে (১০) নম্বর ওয়ার্ডে ১৩৬৫ ভোটে (১১) নম্বর ওয়ার্ডে ১২৫৮ ভোটে (১২) নম্বর ওয়ার্ডে ৮৭৩ ভোটে (১৩) নম্বর ওয়ার্ডে ৭৬৮ ভোটে (১৪) নম্বর ওয়ার্ডে ৫৯৩ ভোটে (১৫) নম্বর ওয়ার্ডে ৭৮৪ ভোটে (১৬) নম্বর ওয়ার্ডে ১১৯৯ ভোটে এবং (১৭) নম্বর ভোটে ৯৭০ ভোটে লিড নিয়ে তৃণমূল দলকে ধরাশায়ী করেছে সাংসদ কার্তিক পাল। কালিয়াগঞ্জ শহর মণ্ডল সভাপতি তথা ১০ নম্বর ওয়ার্ডের পৌর কমিশনার গৌরাঙ্গ দাস বলেন কালিয়া গঞ্জের এই জয় সাধারন মানুষের জয়।কালিয়াগঞ্জ শহরের মানুষ বিভিন্ন দল করতে পারে কিন্তূ কার্তিক পালের প্রতি ভালোবাসার নিদর্শন এই ভোটের ফল।