কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রশিক্ষণ শিবির
1 min readকালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে প্রশিক্ষণ শিবির
_তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৬ জুন:বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে পৌর সাভার বিবেকানন্দ পৌর ভবনে একদিনের একটি ডেঙ্গু রোগের প্রতিরোধে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পতি রাম নিবাস সাহা বলেন কালিয়াগঞ্জ পৌর সভার অধীন মোট ৬২ টি ডেঙ্গুর টিম কাজ করে চলেছে।এই টিমের কাজ প্রতিদিন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে তারা দেখবে ওয়ার্ডের কোথায় জল জমে আছে, কোথায় টায়ারের মধ্য জল জমে আছে কিনা?
টিমের কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে সাধারন মানুষদের বোঝাতে হবে রাতে বা দিনে মশারী টাঙিয়ে অবশ্যই ঘুমাতে হবে।শুধু তাই নয় ডেঙ্গু প্রতিহত করতে শুধু ডেঙ্গু কর্মীরাই কাজ করবে এটা ঠিক নয়।সাধারন মানুষদেরও সচেতন হতে হবে।বৃহস্পতিবারের ডেঙ্গু প্রশিক্ষণ শিবিরে পৌর পিতা রাম নিবাস সাহা ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার উপ পৌর পিতা ঈশ্বর রজক,পৌর সভার ফিন্যান্স আধিকারিক,কালিয়াগঞ্জ পৌর সভার কমিশনারগন,পৌর সভার স্বাস্থ্য দপ্তরের সর্বস্তরের কর্মী গণ,চিকিৎসকগণ।