মদনমোহন মন্দিরে পুজো দিলেন কোচবিহারের জয়ী তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।
1 min readমদনমোহন মন্দিরে পুজো দিলেন কোচবিহারের জয়ী তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।
কোচবিহার(নিউজ এশিয়া):- গতকাল প্রকাশ পেয়েছে ভোটের ফলাফল। প্রায় চল্লিশ হাজার ভোটে বিজেপির প্রার্থী নিশীথ প্রামানিককে পরাজিত করে কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। জয়ী হবার পর বুধবার সকালে কোচবিহারের কুলদেবতা মদন মোহন দেবের মন্দিরে পুজো দিলেন তিনি।
সাথে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যানো নেতৃত্বরা।সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কোচবিহারের কুলদেবতা মদন মোহন দেব। যেদিন আমি নমিনেশন জমা দেই সেদিনও মদন মোহন দেবের কাছে আশীর্বাদ নিয়ে নমিনেশন জমা দেই। এবং তার আশীর্বাদে আমি জয়ী হয়েছি তাই আমার প্রথম কর্তব্য হিসেবে আজ সকালে কোচবিহারে এসে আমি মদন মোহন দেবের পুজো দিলাম। এবং এরপর সারাদিনের কাজকর্ম করবো।