December 10, 2024

সব হিসেব কি মেলে? ২০১৪ এবং ২০১৯ সালের ‘এক্সিট পোল’ কতটা সঠিক ছিল, রইল তথ্য

1 min read

সব হিসেব কি মেলে? ২০১৪ এবং ২০১৯ সালের ‘এক্সিট পোল’ কতটা সঠিক ছিল, রইল তথ্য

 প্রায় দেড় মাস ধরে চলা সাত দফার ‘ভোটযুদ্ধ’ শেষ হয়েছে শনিবার। আর কোনও নির্বাচন শেষের পরই সবথেকে বেশি যে জিনিসটি নিয়ে সকলের কৌতূহল থাকে তা হল ‘এক্সিট পোল’। ২০২৪ লোকসভা নির্বাচনও তার ব্যতিক্রম নয়।ভোট শেষের পরমুহূর্ত থেকেই বিভিন্ন সমীক্ষক সংস্থা তাঁদের পরিসংখ্যান প্রকাশ করে দিয়েছে। কিন্তু এই হিসেব সব সময় মেলে না, এটাও সত্যি।বুথফেরত সমীক্ষার ফলাফল নিয়ে কখনও কোনও নিশ্চয়তা থাকে না। হলফ করে কেউই বলতে পারে না যে তাঁদের হিসেব মিলবেই। তবে কখনও কখনও দেখা যায়, ‘এক্সিট পোল’ হুবহু মিলেছে, আবার কখনও আসল ফলের থেকে তার আকাশ-পাতাল তফাৎ হয়েছে। এর আগের দুটি লোকসভা নির্বাচনের হিসেব কি মিলেছিল? সেই তথ্যের দিকে একবার নজর দেওয়া যাক।

 

 

২০১৪ সালের এক্সিট পোলইন্ডিয়া টুডে-সিসেরোর বুথফেরত সমীক্ষা বলেছিল এনডিএ পেতে পারে ২৭২টি আসন এবং ইউপিএ পেতে পারে ১১৫টি আসন।নিউজ২৪-চাণক্যের সমীক্ষা দাবি করেছিল, এনডিএ জোট ৩৪০টি আসনে জিততে পারে। আর ১০১টি আসন পাবে ইউপিএ।এবিপি নিউজ-নিয়েলসনের সমীক্ষায় উঠে এসেছিল ২৭৪টি আসনে জিতবে এনডিএ এবং মাত্র ৯৭টি আসনে জিততে পারে ইউপিএ।টাইমস নাও-ওআরজির সমীক্ষায় এনডিএকে ২৪৯টি আসন দেওয়া হয়েছিল। ইউপিএ-কে দেওয়া হয়েছিল ১৪৮টি আসন।সিএনএন আইবিএন-সিএসডিএসের বুথফেরত সমীক্ষা দাবি করেছিল, এনডিএ জোট জিততে পারে ২৮০টি আসন। ইউপিএ ৯৭টি আসনে আটকে যাবে।চূড়ান্ত ফলাফলএই বছরের লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩৩৬টি আসন যার মধ্যে বিজেপি একাই পেয়েছিল ২৮২টি আসন। আর ইউপিএ পেয়েছিল মাত্র ৬০ আসন, কংগ্রেস তার মধ্যে পেয়েছিল মাত্র ৪৪।২০১৯ সালের এক্সিট পোলইন্ডিয়া টুডে এবং মাই অ্যাক্সিসের সমীক্ষা বলেছিল, এনডিএ ৩৩৯-৩৬৫টি আসন পেতে পারে। ইউপিএ-এর আসন সংখ্যা হবে ৭৭ থেকে ১০৮-র মধ্যে।নিউজ ২৪ চাণক্যের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল ৩৫০ বা তার বেশি আসন জিততে পারে এনডিএ। ইউপিএ ১০০-র কম আসন পাবে।টাইমস নাও এবং ভিএমআর সমীক্ষা বিজেপিকে দিয়েছিল ৩০৬টি আসন। ইউপিএ ১২০টি আসনে জিতবে বলা হয়েছিল।সুদর্শন নিউজের বুথফেরত সমীক্ষায় বিজেপি পেয়েছিল ৩০৫টি আসন, ইউপিএ পেয়েছিল ১২৪টি আসন।নিউজ১৮-ইপসোসের এক্সিট পোলে ৩৩৬টি আসনে জিততে পারে এনডিএ জোট, এমন বলা হয়েছিল। আর দাবি করা হয়েছিল ৮০ থেকে ৮২টি আসন পেতে পারে ইউপিএ।চূড়ান্ত ফলাফলদেখা গেছিল, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছিল ৩৫৩টি আসন। আর বিজেপি একাই ৩০০ পার (৩০৩ আসন) করে ফেলেছিল। ইউপিএ জোটের ঝুলিতে এসেছিল ৯৩টি আসন। শুধু কংগ্রেস পেয়েছিল ৫২টি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *