December 27, 2024

ইসলামপুরের বিদায়ী মহকুমা শাসক সপ্তর্ষি নাগকে বিদায়ী সম্বর্ধনা দিল যুব তৃণমূল কংগ্রেস

1 min read

ইসলামপুরের বিদায়ী মহকুমা শাসক সপ্তর্ষি নাগকে বিদায়ী সম্বর্ধনা দিল যুব তৃণমূল কংগ্রেস

দেবব্রত চক্রবর্তী,ইসলামপুর যোগ্য ব্যক্তিত্বকে যোগ্য সম্মান দিতে উত্তর দিনাজপুর জেলা যুব তৃনমুল কংগ্রেসের জুড়ি মেলা ভার। আর তাই ইসলামপুরের বিদায়ী মহকুমা শাসক স্বনামধন্য শ্রী সপ্তর্ষি নাগকে বিদায়ী সম্বর্ধনা জানাতে মহকুমা শাসকের দপ্তরে শুক্রবার হাজীর হয়েছিলেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক গুন। সাথে ছিলেন যুব নেতা প্রভুনাথ চৌধুরী, মহম্মদ বাবলু সহ অন্যান্য গুরুত্বপূর্ণ যুব নেতৃত্বরা।

 

ইসলামপুর থেকে দক্ষিণ দিনাজপুরে প্রবেশের আগেই দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত গঙ্গারামপুরের ক্ষীর দই মহকুমা শাসক সপ্তর্ষি নাগের হাতে তুলে দিলেন জেলা যুব সভাপতি কৌশিক গুন। পাশাপাশি ক্ষীর দই উপহারের সাথে ইসলামপুর মহকুমার বিভিন্ন উল্লেখযোগ্য

কর্মকান্ডের নায়ক সপ্তর্ষি নাগের কর্মক্ষেত্রে আগামী দিনের সাফল্য সহ শুভেচ্ছা অভিনন্দন জানালেন জেলা তৃণমুলের যুব সভাপতি কৌশিক গুন। মহকুমা শাসক সপ্তর্ষি নাগ বলেন ইসলামপুরের মানুষের কৃতিত্ব

ইসলামপুরের মানুষ সবাইকে আপন করে নিতে পারে তার তৈরি করা কোচিং সেটি আগামী দিনে কিভাবে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন তিনি আসছেন তিনি আরো ভালো কাজ করবেন সবকিছুই চলতে থাকে কারো জন্য কিছু থেমে থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *