ডালিমগাঁও এর লক্ষীপুর থেকে বাংলাদেশ যাবার পথে ৫০০বোতল ফেনসিডিল উদ্ধার,গ্রেপ্তার – ১
1 min readডালিমগাঁও এর লক্ষীপুর থেকে বাংলাদেশ যাবার পথে ৫০০বোতল ফেনসিডিল উদ্ধার,গ্রেপ্তার – ১
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৫ এপ্রিল:মঙ্গলবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাঁও এর লক্ষীপুর থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করল কালিয়াগঞ্জ থানার পুলিশ। গ্রেপ্তার হয়েছে একজন।কালিয়াগঞ্জ থানার আই সি দীপাঞ্জন দাস জানান গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ ডালিমগাঁও এর লক্ষ্মীপুরে গিয়ে পাচার করী সহ ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
ধৃত ব্যক্তির নাম নুর আলম। বাড়ি হেমতাবাদ ব্লকের সমাসপুর গ্রামে। আগামীকাল ধৃত ব্যাক্তিকেরায়গঞ্জ কোর্টে উপস্থিত করানো হবে বলে জানান থানার আইসি দীপাঞ্জন দাস।