বিজেপির উত্তর দিনাজপুর জেলার সাধারন সম্পাদক পদে কার্তিক পাল
1 min readবিজেপির উত্তর দিনাজপুর জেলার সাধারন সম্পাদক পদে কার্তিক পাল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩ এপ্রিল:পৌর সভা নির্বাচনে কালিয়াগঞ্জ পৌর সভায় কার্তিক পালের নেতৃত্বে ৬টি আসন বিজেপির দখলে যাবার সুবাদে কালিয়াগঞ্জ প্রাক্তন পৌর পিতা কার্তিক পালকে উত্তর দিনাজপুর জেলার সাধারন সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার শনিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আরো জানান উত্তর দিনাজপুর জেলার বিজেপির সম্পাদকের পদে কালিয়াগঞ্জ শহরের ৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী গৌতম বিশ্বাসকে এবং ১০নম্বর ওয়ার্ড থেকে জয়ী গৌরাঙ্গ দাসকে কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি পদে নির্বাচিত করেন
এছাড়াও বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার কালিয়াগঞ্জ ১৮ নম্বর মন্ডল সভাপতি দায়িত্ব দেন তারিণী দেবশর্মাকে ১৯ নম্বর মন্ডল সভাপতির দায়িত্ব দেন বেনু দেবশর্মাকে ২০ নম্বর মন্ডল সভাপতির দায়িত্ব দেন হরি কান্ত সরকারকে এবং ২২ ও ২৩ নম্বর মণ্ডল সভাপতির দায়িত্ব দেন বাবলু বর্মন কে।
বিজেপি সভাপতি বাসুদেব সরকার জেলায় কালিয়া গঞ্জে বিজেপির নেতৃত্বদের কাজের বিচারে জেলায় ও কালিয়াগঞ্জ শহর ও ব্লকে বেশ কয়েকটি মন্ডল সভা পতির পরিবর্তন ঘটিয়ে কাজের মানুষদের নির্বাচিত করায় কালিয়াগঞ্জের বিজেপি দলের সংগঠন অনেক কাজ করতে পারবে বলেই তারা আশা করছে।