অবসর গ্রহন করলেন অতিথি শিক্ষক করুণাময় চক্রবর্তী,
1 min readঅবসর গ্রহন করলেন অতিথি শিক্ষক করুণাময় চক্রবর্তী
অবসর গ্রহন করলেন অতিথি শিক্ষক করুণাময় চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২এপ্রিল: মানুষ গড়ার কারখানার কারিগরের আবার অবসর বলে কোন কিছু আছে নাকি? উত্তর নেই।তবুও অবসরকে আলিঙ্গন করে নিতেই হবে।
সেই সুবাদে গত ৩১শে মার্চ দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের লাঙলভাঙ্গা জুনিয়র বিদ্যালয় থেকে অতিথি শিক্ষক হিসাবে অবসর গ্রহন করলে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও এলাকার শিক্ষানুরাগী মানুষজন ভারাক্রান্ত হৃদয়ে বিদ্যালয় থেকে শিক্ষক করুনাময় চক্রবর্তীকে বিদায় জানালেন
লাঙলভাঙ্গা জুনিয়র বিদ্যালয় থেকে।অবসরপ্রাপ্ত শিক্ষক করুণাময় চক্রবর্তী এক প্রশ্নের উত্তর জানালেন তিনি এই বিদ্যালয়ের স্নেহের ছাত্র-ছাত্রী প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষকদের কাছ থেকে যেভাবে সহযোগীতা পেয়েছেন তার জন্য তিনি চীরকৃতজ্ঞ।সবাইকে অভিনন্দন জানান।