December 27, 2024

 চোপড়া ব্লকের কাঁচাকালি এলাকার চুয়াগাড়ি গ্রামের  চা বাগানে হঠাৎই বাঘের আতঙ্ক

1 min read

 চোপড়া ব্লকের কাঁচাকালি এলাকার চুয়াগাড়ি গ্রামের  চা বাগানে হঠাৎই বাঘের আতঙ্ক

রাকেশ রায় চোপড়া বাঘের তীব্র আতঙ্কে চাঞ্চল্য ছড়ালো মাঝিয়ালি চা বাগান সংলগ্ন এলাকাজুড়ে । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার অন্তর্গত কাঁচাকালি এলাকার ঝুটিয়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালবেলায় স্থানীয়দের কয়েকজন চা বাগানে কাজ করতে গেলে তাদের নজরে আসে বাঘের মত একটি জন্তু । ওই চা বাগানের কর্মীরা তখনই ভয়ে সিটিয়ে বাড়ি ফেরার তোরজোর শুরু করে। এদিকে ঘটনাটির জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে ।

 

 

ইতিমধ্যেই স্থানীয়রা বিষয়টি জানায় বনদপ্তর ও পুলিশকে । তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ ও বনদপ্তরের আধিকারিকরা ।নাম প্রকাশে অনিচ্ছুক বন দফতরের এক আধিকারিক জানান, স্থানীয়রা আজ সকালে বাঘের মতন একটি জন্তু দেখতে পেয়ে আমাদের সাথে যোগাযোগ করে । ইতিমধ্যেই দ্রুততার সাথে আমরা ঘটনাস্থলে এসেছি এবং তদন্ত শুরু করেছি । আমাদের কর্মীরা ওই জন্তুটির পায়ের নমুনা সংগ্রহ করছে । ওই জন্তুটির পায়ের নমুনা পরীক্ষার পরেই স্পষ্ট হবে ওই জন্তুটি বাঘ না অন্য কোনও জন্তু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *