কালিয়াগঞ্জের নুতন পৌর পিতা দায়িত্ব পেয়েই শান্তি কলোনীর স্নশানে বৈদ্যুতিক চুল্লি বসানোর আশ্বাস
1 min readকালিয়াগঞ্জের নুতন পৌর পিতা দায়িত্ব পেয়েই শান্তি কলোনীর স্নশানে বৈদ্যুতিক চুল্লি বসানোর আশ্বাস
তপন চক্রবর্তী,,কালিয়াগঞ্জ,২৮মার্চ: বর্তমানের সাথে তাল মিলিয়ে কালিয়াগঞ্জ শান্তি কলোনীর মহাশ্মশানে একটি বৈদ্যুতিক চুল্লি স্থাপন করবার আশ্বাস দেন কালিয়াগঞ্জের নবনির্বাচিত পৌর পিতা রাম নিবাস সাহা।রবিবার এক সাক্ষাৎকারে কালিয়গঞ্জ পৌর সভার নুতন পৌরপিতা রাম নিবাস সাহা বলেন কালিয়াগঞ্জের বর্তমান শান্তি কলনিতে যে মহাশ্মশান আছে তার খোলনলচে পাল্টাতে হবে।
কালিয়াগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি কালিয়া গঞ্জের গুরুত্বপূর্ন শান্তি কলোনীর মহাশ্মশানে একটি বৈদ্যুতিক চুল্লি বসানো যায় কিনা সে ব্যাপারে তিনি জোর প্রচেষ্টা চালাবেন।নুতন পৌর পিতা রাম নিবাস সাহা বলেন সবে দুইদিন হল দায়িত্ব নিয়েছি।সবাই মিলে বসে ঠিক করা হবে কালিয়াগঞ্জ শহরের কোন কোন উন্নয়ন মূলক কাজকে অগ্রাধিকার দিয়ে সেই কাজ গুলোকে দ্রুত শুরু করা যায় তার ব্যবস্থা করতে হবে।তিনি বলেন কালিয়াগঞ্জের নাগরিকগণ শহরের উন্নয়নমূলক কাজ দেখেই তাদের তৃণমূল দলকে আশীর্বাদ করেছেন।তাই কোনরকম রং না দেখে সর্বস্তরের মানুষের সুবিধা অসুবিধা দেখাই আমাদের কাজ হবে।ভোটার কারনে যে সমস্ত গুরুত্বপূর্ন কাজ বন্ধ রাখা হয়ে ছিল সেই কাজগুলি আগামী সোমবার থেকে দ্রুত গতিতে চলবে বলে তিনি জানান। পৌরপিতা রাম নিবাস সাহা বলেন কালিয়াগঞ্জ পৌর সভা সবার পৌর সভা।যে কোন সমস্যা নিয়ে নির্ভয় পৌরসভায় আসার আহ্বান জানান কালিয়াগঞ্জের নব নির্বাচিত পৌরপিতা রাম নিবাস সাহা।তিনি বলেন কালিয়াগঞ্জ পৌর সভাকে আমরা মডেল পৌর সভায় পরিনত করব এটাই আমাদের প্রতিশ্রুতি ছিল।আর সেটাই আমরা করবো সাধারন মানুষের সহায়তায় এবং আমরা দশ জন নির্বাচিত কাউন্সিলর মিলে।