December 26, 2024

কালিয়াগঞ্জে ১২- ১৪ বছর বয়সি পড়ুয়াদের জন্য শুরু হল কোভিড টিকাকরন কর্মসূচি-

1 min read

কালিয়াগঞ্জে ১২- ১৪ বছর বয়সি পড়ুয়াদের জন্য শুরু হল কোভিড টিকাকরন কর্মসূচি-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ২২মার্চ: উত্তর দিনাজপুর জেলার কালিয়া গঞ্জ ব্লকে।১২- ১৪ বছর বয়সি বিদ্যালয় পড়ুয়াদের কালিয়াগঞ্জ এর বিভিন্ন স্কুলে টিকাকরণ কর্মসূচি শুরু হলো। কালিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্য দপ্তর এবং শিক্ষা দপ্তরের যৌথ সহযোগিতায় বিদ্যালয় ভিত্তিক শিবির করে কোভি ডের টিকা করন কর্মসূচি চলবে। কোভিড টিকা করনের শিবির প্রথম দিন শুরু হয়

মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের কুনোর উচ্চ বিদ্যালয় এবং ভান্ডার অঞ্চলের বাঘন কালীতলা উচ্চ বিদ্যালয়ে।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুসারে ১৬ই মার্চ থেকে এই টিকাকরন কর্মসূচি শুরু হয়েছে।১২থেকে ১৪ বছর বয়সি পড়ুয়াদের টিকাকরন কর্মসূচি কেমন চলছে তা দেখতে কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা এবং ব্লক বি এম ও এইচ ডাঃ প্রকাশ বিশ্বাস বিভিন্ন শিবির পরিদর্শন করেন।স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা যায় ২০০৮ সাল থেকে ২০১০ সালে যারা জন্মগ্রহণ করেছে তারা প্রত্যেকেই কোভিড টিকা করন আওতায় আসবে বলে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *