December 26, 2024

করণ দীঘির হাটে বাজারে দেদারসে বিক্রি হচ্ছে সবুজ সাথী সাইকেল, পুলিশি অভিযানে বিক্রি হওয়ার আগেই উদ্ধার হল বহু সাইকেল।

1 min read

করণ দীঘির হাটে বাজারে দেদারসে বিক্রি হচ্ছে সবুজ সাথী সাইকেল, পুলিশি অভিযানে বিক্রি হওয়ার আগেই উদ্ধার হল বহু সাইকেল।

প্রদীপ সিনহা  অবিশ্বাস্য হলেও সত্যি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের সবুজ সাথী প্রকল্পের সাইকেল এবার বাজারে বিক্রি হচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে করনদিঘির খোয়াসপুর হাটে। ছাত্র ছাত্রী দের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য তাদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়েছিল কিছুদিন আগে । কিন্তু বাস্তবের ছবিটা কিছুটা ভিন্ন।আজ দেখা গেল জেলার করনদিঘি ব্লকে দেদার সে বিক্রি হচ্ছে সেই সবুজ সাথীর সাইকেল। যা দেখলে আপনিও চমকে যাবেন হয়তো।সেই সাইকেল বিক্রি করার জন্য খোয়াসপুর হাঁটে নিজে হাতে নিয়ে আসে অভিভাবকরা।

আর সেখানে জলের দামে বিক্রি হয় এই সাইকেল। খবর পেয়ে খোয়াসপুর হাটে অভিযান চালিয়ে ১৭ টি সাইকেল উদ্ধার করল পুলিশ । অভিযানে নেতৃত্ব দেন করনদিঘি থানার আই সি সৌম্যজিৎ রায়। গোপন সুত্রে পুলিশের কাছে খবর পৌছায় খোয়াসপুর হাটে স্কুল থেকে দেওয়া সবুজ সাথী সাইকেল বিক্রি করার জন্য খোয়াসপুর হাটে নিয়ে আসা হয়েছে। তড়িঘড়ি ছুটে যান আই সি সৌম্যজিত রায়। বিক্রির আগেই সে গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হল? সরকারি টাকা ব্যয় করে কেনা সবুজ সাথী সাইকেল কেন এভাবে বিক্রি হচ্ছে। কখন হাটে, কখন ফেরিওয়ালার কাছে। মূলত বাতিল সামগ্রী হিসাবেই বিক্রি করে দেওয়া হচ্ছে এই সাইকেল। আজ এমন এক আজব কান্ডে ব্যাপক চাঞ্চল্য দেখা যায় করণদিঘি তে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

1 thought on “করণ দীঘির হাটে বাজারে দেদারসে বিক্রি হচ্ছে সবুজ সাথী সাইকেল, পুলিশি অভিযানে বিক্রি হওয়ার আগেই উদ্ধার হল বহু সাইকেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *