ভেলাই মহিলা ফুটবল কোচিং কাম্পে স্বাস্থ্য শিবির
1 min readভেলাই মহিলা ফুটবল কোচিং কাম্পে স্বাস্থ্য শিবির
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৫ মার্চ:শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভেলাই মহিলা ফুটবল কোচিং কাম্পে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।কালিয়াগঞ্জথানা ও কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের যৌথ উদ্যোগে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।এই স্বাস্থ্য শিবিরে মোট ৫০ জন মহিলা ফুটবলারদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়
এবং বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ঔষুধ পত্র ও বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ক নির্দেশ দেয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেনকালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা,কালিয়াগঞ্জ থানার আই সি দেবাঞ্জন দাস,ব্লক যুব আধিকারিক দেবাশীষ পাল
এবং কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সম্পাদক তরুণ গুহ।ব্লক যুব আধিকারিক দেবাশীষ পাল তিনি ভেলাই মহিলা ফুটবল কোচিং ক্যাম্পের মহিলাদের হাতে ৫, টি ফুটবল তুলে দেন বলে জানা যায়।