কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ সমিতির উদ্যোগে ৬৯ তম বাৎসরিক মহামিলন উৎসবের সূচনা হল মহাপ্রভুর পাদুকা সহ বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে
1 min readকালিয়াগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ সমিতির উদ্যোগে ৬৯ তম বাৎসরিক মহামিলন উৎসবের সূচনা হল মহাপ্রভুর পাদুকা সহ বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৫ ফেব্রুয়ারি: মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জ ৬৪প্রহর নামযঞ্জ সমিতির উদ্দ্যোগে ৬৯ তম বাৎসরিক মহামিলনের সূচনা হল মহাপ্রভুর পাদুকা সহ হরিনাম সংকীর্তন যোগে এক বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে।মঙ্গলবার সকালে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভা যাত্রাটি সমগ্র কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে নাট মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।শোভা যাত্রায় অংশ গ্রহন করেন কালিয়াগঞ্জের ধর্মপ্রাণা বিশিষ্ট ব্যক্তিদের সাথে সংস্থার সভাপতি সুনীল সাহা সম্পাদক প্রকাশ কুন্ডু সহ সংস্থার সর্ব শ্রেণীর সদস্যগন।শোভা যাত্রায় বিশেষ ভাবে অংশগ্রহণ করে সবার দৃষ্টি আকর্ষণ করেবেশ কিছু বৃহন্নলাগন।
যারা শোভা যাত্রার সমস্ত পথ পরিক্রমায় সবার সাথে নৃত্য করতে করতে যায়।যা শোভা যাত্রাকে দৃস্টিনন্দন করে তুলতে সাহায্য করে।কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ সমিতির সম্পাদক প্রকাশ কুন্ডু জানান মঙ্গলবার রাত্রি ৯টায় শুরু হবে মহা নাম যজ্ঞের শুভ অধিবাস।বুধবার ১৬ই ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ৬৪ প্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহা নাম যজ্ঞ শুরু হবে যা চলবে আগামী ২৪ শে ফেব্রুয়ারি পর্যন্ত।এর পর সেদিন নগর পরিক্রমা করার পর বেলা ২ঘটিক থেকে কয়েক হাজার ভক্তবৃন্দদের মধ্যে মহা প্রসাদ বিতরণ করা হবে।
৬৪প্রহর নাম যজ্ঞ সমিতির কার্যকরী সভাপতি পরিতোষ নন্দী জানান বুধবার থেকে যে বিশাল অনুষ্ঠান শুরু হচ্ছে কালিয়াগঞ্জ তথা সমগ্র জেলাবাসী তাদের সমস্ত রকম সহযোগিতা করবে বলেই তার দৃঢ় বিশ্বাস।
সবাইকে তিনি করোনার কারনে মাক্স পরে আসার জন্য আবেদন করেন।এই অনুষ্ঠান যাতে সুশৃঙ্খল ভাবে সফল হয় তার জন্য কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে সবসময় সজাগ দৃষ্টি রাখার জন্য ব্যাপক পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কালিয়াগঞ্জ থানার আই সি দীপাঞ্জন দাস জানান।হরিনাম সংকীর্তন উপলক্ষে মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে কয়েকদিন ব্যাপী মেলার ব্যবস্থ্যও করা হয়েছে।
Following the Creative Curriculum Model, our 3 and 1 2 hour day includes Art, Science, Social Studies, Literacy and Math taught during small and large group time, 45 minutes of outdoor play time on one of our two playgrounds, free play to explore centers, lunchtime learn social skills and Music and Spanish on Fridays with our Kindermusik certified teacher buy online cialis
Find out how much you are paying for Cialis when buying online what is priligy
Who is Zhao Kuangyi, just these two points are enough to arouse his suspicions how to buy cialis 1 Hansen, 2004
is there a generic cialis available The analysis elucidates that tadalafil 5 mg once-daily showed a good effect after the treatment of at least 6 months relative to the control group with fewer side effects
Verywell Family articles are reviewed by board-certified physicians and family healthcare professionals. clomid for twins 262 men received pregnant mare serum PMS; Gestyl and testosterone; 71 had improvement in semen quality in all the parameters measured especially in motility and vitality, but only 24 pregnancies were recorded among 87 couples 28.
Kisspeptin resets the hypothalamic GnRH clock in men. tamoxifen gyno before and after