ইটাহার থানার পুলিশ চুরি হয়ে যাওয়া চোরাই সামগ্রী উদ্ধার করল
1 min readইটাহার থানার পুলিশ চুরি হয়ে যাওয়া চোরাই সামগ্রী উদ্ধার করল
বিপ্লব চাকি , ইটাহার।গতকাল রাতে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার পুলিশ চোরাই মাল সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। জানা যায় কয়েকদিন আগে ইটাহার থানার দুর্গাপুর এলাকায় একটি কম্পিউটার দোকানের কম্পিউটার
সহ বেশ কিছু জিনিস চুরি হয়ে যায়। এরপর পুলিশ তদন্ত নেবে এলাকার দুই যুবক পীযূষ ধর এবং লক্ষণ রবিদাস কে গ্রেপ্তার করে। আজ তাদের রায়গঞ্জ আদালতে পাঠানো হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।