রায়গঞ্জে ঐতিহ্যবাহী কুলদা কান্ত মেমীরিয়াল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ভারতের প্রাক্তন ফুটবলার রহিম নবি-
1 min readরায়গঞ্জে ঐতিহ্যবাহী কুলদা কান্ত মেমীরিয়াল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ভারতের প্রাক্তন ফুটবলার রহিম নবি-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৮ডিসেম্বর:শনিবার উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে ঐতিহ্যবাহী কুলদাকান্ত মেমোরিয়াল ট্রফি ও তারাপদ মেমীরিয়াল রানার্স ট্রাফি খেলার উদ্বোধন করেন ভারতের প্রাক্তন ফুটবলার রহিম নবি।উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌর সভার চেয়ারম্যান সন্দ্বীপ বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিগণ।শনিবার উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে ওরিয়েন্ট জুয়েলার্স ও ইউনাইটেড ইস্টার্ন বিহার সংগঠনের অন্যতম কর্মকর্তা অরিজিৎ ঘোষ বলেন ৮৮তম কুলদা কান্ত মেমোরিয়াল ট্রফি ও তারাপদ মেমীরিয়াল রানার্স ট্রাফির খেলা ৭দিন ধরে চলবে।
খেলা হবে মোট ৮টি টিমের মধ্যে।ফাইনাল খেলা হবে আগামী ২৪শে ডিসেম্বর।ভারতের প্রাক্তন ফুটবলার রহিম নবি বলেন উত্তরবঙ্গের রায়গঞ্জের খেলা ধুলার পরিবেশ দেখে আমি উৎসাহিত। উত্তরবঙ্গ কিছুটা হলেও খেলা ধুলায়
পিছিয়ে আছে।তবে পরিবেশ বলছে উত্তরবঙ্গের ছেলেদের মধ্যেই আছে আগামী দিনের ভবিষ্যৎ।রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে কুলদা কান্ত মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের খেলাকে ঘিরে
রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার ফুটবল প্রেমীদের মধ্যে দারুন উৎসাহ দেখা যায়।উদ্বোধনী খেল
দেখবার জন সাথে সাথে ভারতের প্রাক্তন ফুটবল খেলোয়াড় রহিম নবিকে দেখবার জন্য প্রচুর খেলা প্রেমী উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পরার মত।