December 27, 2024

দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ প্রশাসনকে রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন সীমান্তে নাগাল্যান্ডের মত ঘটনা না ঘটে

1 min read

দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ প্রশাসনকে রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন সীমান্তে নাগাল্যান্ডের মত ঘটনা না ঘটে

তপন চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন সীমান্ত বিএসএফ বিভিন্ন গ্রামে গ্রামে ঢুকে গিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে।দেখবেন সীমান্তে যেন নাগাল্যান্ডের মত ঘটনা না ঘটে। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়া তে এক প্রশাসনিক সভায় দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ আধিকারিক দের সাথে কথা বলতে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বিএসএফের এক্তিয়ার রয়েছে বর্ডার থেকে ১৫ কিমি মধ্যে কাজ করার কিন্তু তারা সেটা কে লংঘন করে গ্রামে ঢুকে যাচ্ছে। ঢুকে গিয়ে মানুষের উপর অত্যাচার করছে।

মুখ্য মন্ত্রী আরো বলেন বিএসএফ দের এমনও দেখা গিয়েছে ভোটের সময় ভোটারদের লাইনের মধ্যে তাদের দাঁড়িয়ে থাকতে। তিনি এদিন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন তারা যাতে অতি শীঘ্রই বিএসএফের উচ্চপদস্থ আধিকারিক দের সাথে এ বিষয়ে কথা বলে নেয়। মুখ্যমন্ত্রী বলেন মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিএসএফ তারা নিয়ম লঙ্ঘন করে পনেরো কিলোমিটারের বাইরে গিয়ে ঢুকে পড়ছেন। তিনি পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন যেন নাগাল্যান্ডের মতো এখানে কিছু না হয়। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন বিএসএফ পুলিশ কে না জানিয়ে যেখানে সেখানে ঢুকে পড়ছে। তিনি সমস্ত থানার ওসিদের নির্দেশ দেন যেন এ ব্যাপারে তারা সতর্ক থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *