চিত্র শিল্পী কৃষ্ণ বর্মনের চিত্র পুস্তিকার উদ্বোধন
1 min readচিত্র শিল্পী কৃষ্ণ বর্মনের চিত্র পুস্তিকার উদ্বোধন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৬ডিসেম্বর: সোমবার কালিয়াগঞ্জ পৌর সভায় কালিয়াগঞ্জ তথা উত্তরবঙ্গের বিশিষ্ট চিত্র শিল্পী কৃষ্ণপদ বর্মনের হাতে জল রঙের একটি ছবির বই প্রকাশ করলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক শচিন সিংহ রায়।
প্রকাশিত ছবির বই টির নাম ” নেচার অফ ওয়াটার কালার”।চিত্র শিল্পী কৃষ্ণপদ বর্মন বলেন বইটি তার স্বর্গীয় পিতা হরি পদ বর্মন এবং চিত্র শিক্ষক পরেশ ঘোষের নামে উৎসর্গ করা হয়।জানা যায় ৩২ পাতার বই টিতে ৩৪ টি গ্রাম বাংলার বিভিন্ন ধরনের চোখ ধাঁধানো জল ছবি এঁকেছেন চিত্র শিল্পী কৃষ্ণপদ বর্মন।তিনি বলেন সুদৃশ্য ছবির বইটি প্রকাশনায় কলকাতার চিত্রলেখা প্রকাশনী।