কাঠ চেরাই করতে গিয়ে নজরে পড়ল বিলুপ্ত হয়ে যাওয়া মূল্যবান একটি তক্ষক
1 min readকাঠ চেরাই করতে গিয়ে নজরে পড়ল বিলুপ্ত হয়ে যাওয়া মূল্যবান একটি তক্ষক
রাকেশ রায় চোপড়া চোপড়া ব্লকের রথখোলা হরিবাসর কমিটি প্রাঙ্গণে কাঠ চেরাই করতে গিয়ে নজরে পড়ল বিলুপ্ত হয়ে যাওয়া মূল্যবান একটি তক্ষক। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
স্থানীয় গ্রামবাসীরা কাঠ চেরাই করতে গিয়ে এই তক্ষকের হদিস পায় । প্রথমে এই সরীসৃপ প্রাণী কে দেখে সাধারণমানুষ গুইসাপ বলে ভাবতে শুরু করে। স্থানীয় ফরেস্ট অফিসে যোগাযোগ করা হলে তড়িঘড়ি ফরেস্ট অফিস থেকে ফরেস্ট রেঞ্জার ঘটনাস্থলে উপস্থিত হয়,। তিনি সম্পূর্ণভাবে চিহ্নিত করে বলেন এটি একটি বিলুপ্ত হয়ে যাওয়া তক্ষক । যার বাজারে দাম অমূল্য এবং মানব সমাজে এর গুনাগুন অপরিসীম। এই প্রাণীকে উদ্ধার করে ফরেস্টের হাতে তুলে দিতে পেরে স্থানীয় যুবকরা প্রত্যেকেই খুশি। তারা বলেন আমরা জানি না এর কত মূল্য তবে এই প্রাণীকে এর আগে আমরা কখনো দেখিনি এই প্রাণীকে রক্ষা করতে পেরে আমরা সকলেই খুশি।