মহিলাদের আত্মনির্ভরতার লক্ষ্যে এবার কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে বহরমপুরের প্রগতি সেন্টার জেলার ইটাহার এ
1 min readমহিলাদের আত্মনির্ভরতার লক্ষ্যে এবার কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে বহরমপুরের প্রগতি সেন্টার জেলার ইটাহার এ
তনময় চক্রবর্তী, গ্রামের মহিলাদের আত্মনির্ভরতার লক্ষ্যে মহিলাদের পাশে থেকে মহিলাদের স্বনির্ভর করে তুলছে পশ্চিমবঙ্গ সরকারের স্বরোজগার কর্পোরেশন লিমিটেড এর সেল্ফ হেল্প গ্রুপ এবংসেল্ফ এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় বহরমপুরের প্রগতি সেন্টার।
আজ তাদের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকে শুরু হলো সম্পূর্ণ বিনামূল্যে ৪০ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন ইটাহারের বিডিও অমিত বিশ্বাস। আজ থেকে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইটাহার ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর সুপারভাইজার হারাধন বর্মন, বহরমপুরের প্রগতি সেন্টারের পশ্চিমবঙ্গের ইনচার্জ সুপ্রিয় মল্লিক এবং উত্তর দিনাজপুর জেলার ইনচার্জ সঞ্জয় কুমার রায়।
এদিন প্রশিক্ষণ নিতে আসা মহিলাদের মধ্যে দেখা যায় ভীষণ উৎসাহ। তাদের একটাই বক্তব্য তারা নিজের পায়ে দাঁড়িয়ে আগামী দিনে নিজেরাই স্বনির্ভর হতে চায়। প্রশিক্ষণ নিতে আসা মহিলারা ধন্যবাদ জানান বহরমপুর প্রগতি সেন্টার কর্তৃপক্ষকে এই ধরনের একটি প্রশিক্ষণ তাদের জন্য ব্যবস্থা করে দেওয়ায়।