কালিয়াগঞ্জের উন্নয়নে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের কথা ঘোষণা করলেন বিধায়ক সৌমেন –
1 min readকালিয়াগঞ্জের উন্নয়নে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের কথা ঘোষণা করলেন বিধায়ক সৌমেন –
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৪ ডিসেম্বর- আগামী ৭ই ডিসেম্বর উত্তর দিনাজপুর জেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করতে আসার পূর্ব মুহুর্তে শনিবার কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় সংবাদিকদের কাছে কালিয়াগঞ্জ বিধান সভা এলাকায় বেশ কিছু উন্নয়ন মূলক কাজের কথা ঘোষণা করলেন।বিধায়ক সৌমেন বাবু বলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বেডের সংখ্য ২৫০ ঘোষণা করা হয়েছে কিছু দিন পূর্বেই।এবার সেই বিল্ডিং নির্মাণের জন্য দুইশো কোটি টাকা যেটা ব্যায় করা হবে তার অনুমোদন রাজ্য সরকার দিয়েছে বলে জানান।বিধায়ক সৌমেন বাবু বলেন কালিয়াগঞ্জের মানুষদের দীর্ঘদিনের চাহিদা পূরণ হতে যাচ্ছে ।
সৌমেন বাবু বলেন তিনি শুধু কালিয়াগঞ্জ হাসপাতালের জন্যই চেস্টা করছেন তাই না।তা ছাড়াও রাধিকাপুর অঞ্চলে প্রতিবছর বন্যায় প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয় টাঙ্গন নদীর বন্যার কারনে। নদীর বন্যায় যাতে প্ৰতি বছর সাধারণ মানুষের ক্ষতি না হয় সেই কারণে টাঙ্গন নদীর পাড়ে একটি শক্তপোক্ত বাঁধ নির্মাণ করা যায় তার জন্য তিনি রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিলেন । ইতিমধ্যেই তার পাঠানো প্রস্তাব রাজ্য সরকার অনুমোদন করেছে বলে বিধায়ক জানান।সৌমেন বাবু বলেন তিনি বিধান সভা নির্বাচনের প্রচারের সময় রাধিকাপুরের মানুষ তার কাছে দাবি করেছিল সেখানে একটি বাস স্ট্যান্ড করে দিতে হবে।কারন রাধিকাপুর এলাকায় রাস্তাঘাট সব কিছু উন্নতমানের থাকলেও এখনো কোন বাস যাতায়াত করেনা।
বাস স্ট্যান্ড নির্মাণ হলে কালিয়াগঞ্জ রাধিকাপুরের মধ্যে বাস চলাচল শুরু হতে পারে।আমি তদের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাকে জয়ী করলে বাস স্ট্যান্ড অবশ্যই করে দেব।আমি আমার কথা পালন করতে চলেছি।রাধিকাপুরে খুব শীগ্রই বাস স্ট্যান্ডের কাজ শুরু হয়ে যাচ্ছে । যার সবুজ সংকেত কলকাতা থেকে তিনি পেয়েছেন বলে জানান।বিধায়ক বলেন কালিয়াগঞ্জ শহরে একটি মহিলা কলেজের জন্য দীর্ঘ দিন ধরেই চেষ্টা করা হচ্ছে শুনেছি।বিধায়ক হিসাবে এই টুকু বলতে পারি আমি কালিয়াগঞ্জ বাসীকে কথা দিচ্ছি এ ব্যাপারে আমি আমার যা করণীয় তা করছি খুব শীঘ্রই এর ফল পাওয়া যাবে বলে মনে করেন।