অবশেষে,প্রতীক্ষার অবসান,কালিয়াগঞ্জ প্র্নবানন্দ বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি পেল
1 min readঅবশেষে,প্রতীক্ষার অবসান,কালিয়াগঞ্জ প্র্নবানন্দ বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি পেল
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩ ডিসেম্বর:অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান।কালিয়াগঞ্জের প্র্নবানন্দ বিদ্যাপীঠ মধ্য শিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি পেল। শুক্রবার এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ প্র্নবানন্দ বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী জ্যোতির্মযানন্দ মহারাজ বলেন কালিয়াগঞ্জের নাগরিকদের দীর্ঘদিনের দাবি ছিল প্র্নবানন্দ বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করতে হবে।
আমরা আজ খুশি রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদ দেরিতে হলেও আমাদের দীর্ঘ দিনের দাবিকে স্বীকৃতি দিয়েছে।তিনি বলেন প্র্নবানন্দ বিদ্যাপীঠ ১৯৮১ সালে যাত্রা শুরু করেছিল কেজি বিদ্যালয় হিসেবে।বর্তমানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সংখ্যা ৪৫২ জনতিনি বলে তাদের বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে।বিদ্যালয়ের অধ্যক্ষ মহারাজ তাদের বিদ্যালয়কে স্বীকৃতি দেবার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। প্র্নবানন্দ বিদ্যাপীঠকে মাধ্যমিকে বিদ্যালয়ে উন্নত করায় কালিয়াগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ পীযুষ কুমার দাস বলেন কালিয়াগঞ্জের শিক্ষার অঙ্গনে আর একটি বিদ্যালয় উচ্চ বিদ্যালযের মর্যাদা পসওয়াই প্রচন্ড খুশি হলাম।বিদ্যালয়ের যাত্রা শুভ হোক।