রাজ্যস্তরে হস্তশিল্প প্রতিযোগিতায় বাংলার সেরার শিরোপা পেল কুনরের হাট পাড়ার টেরাকোটা
1 min readরাজ্যস্তরে হস্তশিল্প প্রতিযোগিতায় বাংলার সেরার শিরোপা পেল কুনরের হাট পাড়ার টেরাকোটা
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৬ নভেম্বর রাজ্য স্তরে হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী হয়ে গেল কলকাতায় ২৩ শে নভেম্বর।এই প্ৰর্তিযোগীতায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হাট পাড়ার দেবু রায় টেরাকোটা শিল্পে পূজার উপাচার সামগ্রী তৈরি করে বাঁকুড়া ও পুরুলিয়াকে টেক্কা দিয়ে রাজ্যে সেরার পুরস্কার ছিনিয়ে নেয়। উত্তর দিনাজপুর জেলা এখানেই থেমে থাকেনি কাঠের কাজে রাজ্যে সেরা পুরস্কার পায় জেলার ইটাহার ব্লকের সোনাপুরের হস্ত শিল্পী কমল সরকার কাঠের কুমির তৈরি করে এবং কাঠের মুখোশ তৈরি
করে রাজ্যের মধ্যে সেরা পুরস্কার পান কালিয়াগঞ্জ ব্লকের পশ্চিম ভান্ডারের হস্ত শিল্পী সুকুন্দ রায়। এছাড়াও বাঁশের তৈরি একটি ল্যাম্পশেড তৈরি করে বিশেষ পুরস্কার পায় হেমতাবাদের কাকরসিংয়ের হস্ত শিল্পী সুসেন বৈশ্য।উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার সুনীল সরকার বলেন উত্তর দিনাজপুর জেলা থেকে মোট ১২ জন হস্ত শিল্পীদের কলকাতার হস্তশিল্প প্রতিযোগিতা
ও প্রদর্শনীতে বিভিন্ন হস্তশিল্পের সম্ভার দিয়ে পাঠানো হয়েছিল। তার মধ্যে তিন জন হস্তশিল্পী তাদের যোগ্যতার পরিচয় দিয়ে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যে শ্রেষ্ঠত্বের সন্মান পাওয়ায় জেলা বাসীর সাথে উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের সবাই এই সমস্ত শিল্পীদের জন্য গর্বিত।রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রথম স্থানাধিকারী যথাক্রমে দেবু রায়,কমল সরকার, সুকুন্দ রায় এবং সুসেন বৈশ্য বলেন রাজ্য স্তরে প্রথম স্থান ও বিশেষ পুরস্কার পেয়ে আমাদের উৎসাহ অনেক বেড়ে গেছে।এবার আমাদের লক্ষ থাকবে জাতীয় স্তর থেকে পুরস্কার এনে আমাদের জেলার সুনাম বৃদ্ধি করা।