December 26, 2024

শারদীয়া রাশ পূর্ণিমা উপলক্ষ্যে চারদিন ব্যাপী উত্তরবঙ্গ সাধু বাউল ও লোকসংস্কৃতি উৎসব চোপড়ায়

1 min read

শারদীয়া রাশ পূর্ণিমা উপলক্ষ্যে চারদিন ব্যাপী উত্তরবঙ্গ সাধু বাউল ও লোকসংস্কৃতি উৎসব চোপড়ায়

রাকেশ রায় চোপড়া:- শারদীয়া রাশ পূর্ণিমা উপলক্ষ্যে চারদিন ব্যাপী উত্তরবঙ্গ সাধু বাউল ও লোকসংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সুফলগছ সুখচরঘাট শান্তিধাম শ্মশান ঘাটে। বাউল উৎসব কমিটির পক্ষে প্রদীপ দাস জানান, প্রতি বছর এখানে সপ্তাহব্যাপী বাউল উৎসব চলত। কিন্তু এবছর করোনা আবহের কারনে চারদিন চারদিন ব্যাপী করা হয়েছে।

বুধবার এই বাউল উৎসব শুরু হয় চলবে শনিবার পর্যন্ত। তিনি আরও জানিয়েছেন এই বাউল মেলায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে বাউল শিল্পীরা আসেন।এই বাউল মেলার উদ্বোধনী তে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *