98394e03-6a49-471b-97d7-9ae7ae76b556

ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আনা ও বার্ষিক চুক্তি প্রথা বাতিলের দাবিতে এন আর ই জি এস প্রকল্পের কর্মীদের গন অবস্থান ও ডেপুটেশন-

তপন চক্রবর্তী,৮ফেব্রুয়ারি:ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এনে সরকারি কর্মীদের ন্যায় সুযোগ সুবিধা,ষাট বছরের চাকুরী সুনিশ্চিত করা ও বার্ষিক চুক্তি প্রথা বাতিলের দাবিতে গন অবস্থান ও ডেপুটেশন দিল সোমবার কালিয়াগঞ্জ ব্লকের এন আর ই জি এস প্রকল্পের চুক্তি ভিত্তিক কর্মচারীগণ।এন আর ই জি এস কালিয়াগঞ্জ ইউনিটের সভাপতি প্রফুল্য মালি এক সাক্ষাৎকারে বলেন বিগত দুই বছর ধরে

আমাদের চুক্তি ভিত্তিক কর্মচারীরা আমাদের সমস্যা গুলির নিষ্পত্তির জন্য বার বার আলোচনার দাবি রাখলেও আমাদের সমস্যার দিকে কোন নজর দেওয়া হয়নি।তাই আমাদের কর্মচারীদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এন আর ই জি এস প্রকল্পের কোন কাজ আমরা করবো না বলে সিধান্ত নিয়েছি।তিনি বলেন তাদের মূল দাবিগুলির মধ্যে এন আর ই জি এস প্রকল্পের কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এনে সরকারি কর্মীদের স্বীকৃতি দিতে হবে,এই সমস্ত কর্মীদের ষাট বছর পর্যন্ত চাকরীর সুনিশ্চিত করতে হবে এবং বার্ষিক চুক্তি প্রথা বাতিল করতে হবে।গন অবস্থানের পর একটি প্রতিনিধি দল কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারার সাথে দেখা করে তার হাতে একটি স্মারক লিপি তুলে দেওয়া হয়।সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা তাদের দাবিদাওয়া সম্বলিত স্মারক লিপিটি উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য পাঠিয়ে দেবেন বলে ডেপুটেশনকারীদের আশ্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *