এটিকের ব্যর্থতায় চাকরি গেল টেডির।
1 min readনিজস্ব প্রতিনিধি (বর্তমানের কথা): দলের খারাপ মরশুমের জেরে মরশুমের মাঝপথেই চাকরি গেল টেডি শেরিংহ্যামের। পরপর ম্যাচ পরাজয়ে কারনে ব্রিটিশ কোচকে ছেঁটে ফেলল এটিকে কর্তারা। অন্তর্বতী কোচ হিসাবে দলের দায়িত্ব সামলানোর জন্য সহকারী কোচ দুবারের চ্যাম্পিয়ন অ্যাশলে ওয়েস্টউড থাকবেন ডাগআউটে।
ওয়েস্টউডের কোচিংয়ে বৃহস্পতিবার যুবভারতীতে চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে মাঠে নামবে এটিকে। ব্রিটিশ কোচের নেতৃত্বে শুরু থেকে জঘন্য ফুটবল প্রদর্শন করছিল ফলে উপহার ১০ ম্যাচে ১২ পয়েন্ট। টেডির কোচিংয়ে মাত্র তিনটি ম্যাচ জিতে লিগ টেবিলে দলের স্হান আট নম্বরে।