কুয়াশার জেরে লড়ি ডাম্পার মুখোমুখি সংঘর্ষ আহত ৪
1 min read(বর্তমানের কথা) উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার রূপাহারে ঘণ কুয়াশার জেরে লড়ি ডাম্পার মুখোমুখি সংঘর্ষ আহত ৪ আশঙ্কাজনক ১। এই ঘটনার জেরে স্তব্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক। স্থানিয় মানুষরা জানিয়েছেন ঘণ কুয়াশার মধ্যে দ্রুতগতি থাকা দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। আহত ব্যক্তিরা দীর্ঘসময় আটকে থাকেন দুই গাড়ির মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ, দমকল বাহিনী। ক্রেন ও কাটার এর সাহায্যে আহত ব্যক্তিদের বের করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে আহত ৪ ব্যক্তির মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।