December 26, 2024

চলতি বছরে বারংবার সঙ্ঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান

1 min read

প্রীতম সাঁতরা : চলতি বছরে বারংবার সঙ্ঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। গোলাগুলিতে নিহত হয়েছেন ভারতীয় সাধারণ নাগরিক সহ একাধিক জাওয়ান। কিন্তু ভারত যতই শান্তির পথে চলার চেষ্টা করুক না কেন, সহ্যের যে একটা সীমা থাকে তা যেন হাড়েহাড়ে বুঝিয়ে দিলেন রাজনাথ সিং। শনিবার ত্রিপুরার একটি জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঝাঁঝালো ভাষায় পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেন, পাকিস্তান বারংবার সীমান্তে অশান্তি ছড়ানোর চেষ্টা। কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে। কিন্তু রাজনাথের সাফ জবাব, কোনো অবস্থাতেই কাশ্মীরকে ভারত থেকে আলাদা করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রকের কথায়, ‘এখনও পর্যন্ত এমন কেউ জন্মায়নি যে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করবে। কাশ্মীর আমাদের ছিল আছে এবং থাকবে।’প্রসঙ্গত উল্লেখ্য, সামনেই ত্রিপুরা বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষ্যে নির্বাচনী সভায় এসেছিলেন রাজনাথ সিং। সেখানে পাকিস্তান প্রসঙ্গ তোলা ছাড়াও, বাম সরকারকে ত্রিপুরা ছাড়া করার ডাকও দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *