October 24, 2024

জনকল্যাণমুখী কাজে সামিল এসএসবি এর ৫৫ বাটেলিয়ানের জওয়ানরা

1 min read
তমাল চক্রবর্তী আলিপুরদুয়ার :-  শত্রুদের হাত থেকে দেশের নাগরিকদের রক্ষা করতে সদা সতর্ক আমাদের সেনা বাহিনী,ভারত ভুটান সীমান্তে সদা তপর এসএসবি এর জওয়ানরা।এই দেশ রক্ষার কাজের পাশাপাশি এসএসবি এর জওয়ানরা সীমান্ত লাগোয়া এলাকাগুলোর বিভিন্ন সামাজিক উন্নয়নে নিজেদেরকে উসর্গ করেছেন, এলাকায় বসবাসকারী দুস্থ ছাত্র ও ছাত্রীদের সাহার্যের জন্য এগিয়ে এসেছেন,এসএসবি এর সিমলাবাড়ি-ফালাকাটার 53 বাটেলিয়ানের জওয়ানরা জয়গাঁও 1নং গ্রাম পঞ্চায়েতের অধীন খোকলা সরস্বতী প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে ফুটবল,ক্রিকেট ব্যাট, ব্যাডমিন্টন রাকেট, ফুটবল নেট,ক্যারাম ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস তুলে দিয়েছেন, এবং ভারত সরকারের “বেটি বাঁচাও বেটি পড়াও” প্রকল্পের ব্যাপারে উপস্হিত ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকদের তুলে ধরেন,মেয়েদের শিক্ষার ব্যাপারে এখানে বিস্তারিত আলোচনা করা হয়।
আজকে এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন 53 এসএসবি বাটেলিয়ানের কমান্ডিং অফিসার অরবিন্দ কুমার সহ  আজকের এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জয়গাঁও 1নং গ্রাম পঞ্চায়েতের প্রধান, খোকলা সরস্বতী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক গোপাল ছেত্রী,এলাকার বহুলোক সামিল হয়েছিলেন,তারা
বেশ খুশি এসএসবি এর এরকম সামাজিক কর্মীসূচিতে সামিল হতে পেরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *