December 26, 2024

ভুলবশত অ্যাসিড খেতে দেওয়ায় মৃত্যু এক রোগীর

1 min read

বর্তমানের কথা, মুজাফারনগর।জলের বদলে দেওয়া হলো রোগী অ্যাসিড। মুজরনগরের এক বেসরকারি হাসপাতালের কর্মীদের থেকে মহিলা চেয়েছিলেন এক গ্লাস জল। তার বদলে ভুলবশত কর্মীরা দিলেন অ্যাসিড। আর সেই খেয়েই মৃত্যু হল মহিলার। জানা যায় শ্যামলী দেবী নামে ৬০ বছরের বৃদ্ধা
মহিলার চোখের অস্ত্রোপচার হয়েছিল মুজফরনগরের এক হাসপাতালে। মহিলা বৈশালী জেলার গোরাউল থানার অন্তর্গত এক গ্রামের বাসিন্দা। চোখের অস্ত্রোপচারের পর মহিলাকে কিছু ওষুধ দেওয়া হয়েছিল। ট্যাবলেটগুলো গিলতে মহিলা জল চান। তারপরই হাসপাতালকর্মীদের অসাবধানতার জেরে এই ঘটনা ঘটে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে মহিলাকে অন্য নার্সিংহোমে নিয়ে যাওয়া হলেও তাঁকে আর বাঁচানো যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *