October 26, 2024

ঐতিহাসিক ২১শে দিবসে ঐতিহাসিক জেলা সফর মুখ্যমন্ত্রীর

1 min read

জয়ন্ত বোস , বর্তমানের কথা  ২১শে দিবস ঐতিহাসিক আন্তর্জাতিক ভাষা দিবস.এই ভাষা দিবসেই ঐতিহাসিক জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী. ঐতিহাসিক- ভাষা দিবসের জন্য , ঐতিহাসিক -৩৪ বছরের সরকারের বদলকারী মুখ্যমন্ত্রীর জন্য , ঐতিহাসিক – বিশ্বশ্রী খেতাবের জন্য- সকল ঐতিহাসিকের সমন্বয়ে এবারের জেলা সফর ঐতিহাসিক. প্রশাসনিক বৈঠক নিয়ে যেমন উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের জেলা প্রশাসনিক কর্তাদের কর্মব্যস্ততার  প্রস্তুতি পর্ব তুঙ্গে তেমনি  তৃণমূল কংগ্রেস সুপ্রীমো তথা দলীয় কর্মী নেতাদের সকলের দিদি বিশ্ব-খেতাব অর্জনকারী বাংলার মুখ্যমন্ত্রী অনেকদিন পরে জেলা ভূমিতে আসছেন সংবাদে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের উতসাহও তুঙ্গে . প্রশাসনিক বৈঠককে সাফল্য করে তুলতে জেলার সকল প্রশাসনিক কর্তাদের ঘুম ছুটে যাওয়া পরিশ্রম , মিটিং বৈঠক চলছে তেমনি দলীয় কর্মীদের জমায়েত করতে জেলা জুড়ে শহর , ব্লক স্তরের নেতৃত্বদের বৈঠক চলছে তার কারণ সরকারী অনুষ্ঠানে তাদের দিদি আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে কি বার্তা দিবেন এই আশায় . দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে স্টেডিয়াম ময়দানে প্রশাসনিক বৈঠক সেরে বুনিয়াদপুর , কুশমন্ডি, কালিয়াগঞ্জ হয়ে ১০এ রাজ্য সড়ক পথে ২১শে ফেব্রুয়ারি বৈকাল ৪টায় রায়গঞ্জ পৌঁছানোর কথা জানা গেল জেলা প্রশাসনিক সূত্রে . রায়গঞ্জের রবীন্দ্রভবনে দুই দিনাজপুরের পুলিশ ও জেলা প্রশাসনের মিটিং সারবেন এবং পরেরদিন হেমতাবাদ থানার পাশে ফুটবল ময়দানে সরকারী সভায় বিভিন্ন সরকারী প্রকল্পের উপভোক্তাদের সরকারী সামগ্রী বিতরণ করবেন . সকল ঐতিহাসিকের মাঝে ঐতিহাসিক জনসমাগমে এবারের মুখ্যমন্ত্রীর জেলা সফর ঐতিহাসিক ২১শে দিবসের দিন . সব মিলিয়ে আরো বেশী ঐতিহাসিক হতে চলেছে মুখ্যমন্ত্রীর জেলা সফর এবং এই সফর  ইতিহাসের সাক্ষী হতে চলেছেন জেলার সকলস্তরের মানুষ হেমতাবাদ থানা ময়দানে সরকারী সভায় যোগদানে .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *