ট্যাংকারের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু স্কুল ছাত্রের
1 min read।
অজিত মন্ডল, শিলিগুড়িতে ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল কলোনীতে। কাশ্মীর কলোনী থেকে টিউশন পড়ে সেন্ট্রাল কলোনীতে বাড়ী ফিরছিল অনিত দে। অনিতের বাবা রেল কর্মী। জানা গিয়েছে যে টিউশন পড়ে বাড়ী ফেরার সময় তাকে ধাক্কা মারে একটি তেলের ট্যাংকার। অনিত পড়ে গেলে ট্যাঙ্কারের পিছন চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে এন জে পি আউট পোষ্ট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্যাংকারটি। ট্যাংকারের খোজে তল্লাশি শুরু করেছে পুলিশ।