December 27, 2024

মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে হুগলীর খানাকুলের রাজহাটি এলাকায় তীব্র উত্তেজনা

1 min read
হুগলী :-   মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে হুগলীর খানাকুলের রাজহাটি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। 
এতে একে অপরের কর্মীদের এলাকা ছাড়া করে আজ। লাঠি নিয়ে উভয় পক্ষই এলাকায় দাপিয়ে বেড়ায়। এর জেরে এলাকায় একটি মোটর বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়।ভাংচুর করা হয় একটি তিন চাকার টেম্পো। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আরামবাগ থেকে এস ডি পি ও কৃষাণু রায় র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় টহল দিতে শুরু করে।অভিযোগ যে শাসক দলের বিধায়ক ইকবাল অনুগামীদের মধ্যে পঞ্চাতেত সমিতির কর্মাধ্যক্ষ নজিবুল করিম অনুগামীদের মধ্যে এই ঝামেলা। এই দুই গোষ্ঠীর দ্বন্দ্বে এলাকা পুরোপুরি থমথমে হয়ে যায়।অন্যদিকে গতকালের ঘটনার পর সকাল থেকেই আরামবাগ মহকুমা অফিস ও বিডিও অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ নড়ে চড়ে বসলো। আরামবাগ এসডিপিও-র নেতৃত্বে সারাদিনই টহল চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *