তারাতলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত অষ্টম শ্রেনীর ছাত্রী
1 min read
প্রীতম সাঁতরা, কলকাতা : ক্রেনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল অষ্টম শ্রেণীর এক ছাত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর। সূত্রের খবর, মৃতার নাম সুহানী গুপ্ত। বন্ধুদের সাথে স্কুল থেকে ফিরছিল সে। সেই সময় বন্ধুদের সাথে স্কুল থেকে ফরছিল সুহানী। সেই সময় তারাতলার কাছে একটি ক্রেন পিষে দিয়ে চলে যায় তাকে। জানা গিয়েছে শনিবার সকাল ৮ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। ছাত্রীর মৃত্যুর ঘটনায় স্বভাবতই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় মানুষ। ভাঙচুর চালানো হয় ঘতক ক্রেনটিতে।
জনতার রোষের মুখে পরে একটি সরকারি বাসও। ঘণ্টা দু’য়েক ধরে চলে পথ অবরোধ। ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হলে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে পরে। ইটের ঘায়ে ২ জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলেও খবর। এরপর ১০ টা নাগাদ সম্ভব হয় দেহ উদ্ধারের কাজ। তবে চালক পলাত
ক।