2d10c597-7342-4cdc-be34-f27631fe0b78

মালোন যুব প্রগতি সংঘের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে সারাদিনব্যাপী সামাজিক কর্মসূচি পালন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ৯ ফেব্রুয়ারি_রবিবার উত্তর দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের মালোন যুব প্রগতি সংঘের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে সারাদিনব্যাপী বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড চলে। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন ভারত সেবাশ্রম সংঘের কুনর আশ্রমের স্বামী জ্যোতির্ময়নন্দ মহারাজ।

 

উপস্থিত ছিলেন ভানইল, মালোন বি এস এফ ক্যাম্পের কমান্ডারগন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার ১০০ বারের বেশি রক্তদাতা সন্তোষ বেঙানি ক্লাবের সম্পাদক তপন কুমার দাস, ক্ষীরোদ বর্মন, নির্মল বর্মন, গোবিন্দ দেব শর্মা, বধূ হাসদা, চন্দন সরকার সুন্দর দেব শর্মা সহ অনেকেই।সারাদিনব্যাপ চলে ভলিবল টুর্নামেন্ট, রক্তদান শিবির এবং দুস্থদের মধ্যে প্রচুর পরিমাণে বস্ত্র জনের আয়োজন।মালন যুব প্রগতি সংঘের সম্পাদক তপন দাস জানান বিএসএফ ক্যাম্পের কমান্ডার সাহেবরা তাদেরকে সবসময় সহযোগিতা করে থাকে এবং এই অনুষ্ঠানের জন্য তারা সহযোগিতা করেছেন যাতে অনুষ্ঠানে সুন্দরভাবে হয়। তপন বাবু বলেন সন্ধ্যায় তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি চলবে বলে জানান। তিনি স্বামী বিবেকানন্দের অনুষ্ঠান আমাদের সবার অংশগ্রহণ করা উচিত বিশেষ করে যুব সমাজের। অনুষ্ঠানটি হয় মালন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে। অনুষ্ঠানে সীমান্ত এলাকার প্রচুর ছাত্র-ছাত্রীদের সাথে তাদের অভিভাবকেরাও অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *