ladd

দিল্লিতে বিজেপির বিপুল জয় রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে লাড্ডু উপহার দিচ্ছেন

তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ,৮ ফেব্রুয়ারি_দিল্লি বিধানসভা আসনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জ্য় লাভ করায় আনন্দে আত্মহারা বঙ্গ বিজেপি। শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল কে দেখা গেল বিজেপির কর্মী ও সমর্থকদের নিয়ে রাস্তায় রাস্তায়

গিয়ে সাধারণ মানুষকে লাড্ডু খাওয়াতে। ব্যান্ডপার্টি সহকারে কর্মী সমর্থকদের দেখা গেল ভীষণ উল্লাস করতে এদিন কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে। রায়গঞ্জের সাংসদ জানান দিল্লির ভোট আর পশ্চিমবঙ্গের ভোটের মধ্যে বহু পার্থক্য রয়েছে। সাধারণ মানুষ দিল্লিতে ভোট দিতে যায় আনন্দ সহকারে। আর এখানে অন্যরকম ভাবে ভোট হয়। তবে দিল্লির এই ফলাফল থেকে তারা এবার নিশ্চিত আগামী ২৬ শে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গেও তৃণমূল সরকারের পরিবর্তন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *