
উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে করণদীঘিতে বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিদের মধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি দেওয়া হচ্ছে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৬ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কলমদিঘিতে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জয়পুরের মহাবীর বিকলাঙ্গ সোসাইটির সহায়তায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত আছেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা, উত্তর দিনাজপুর জেলার সভাধিপতি পম্পা পাল, করন দিঘির বিধায়ক গৌতম পাল সহ অনেকেই। প্রশাসন সূত্রে জানা যায় এখনো পর্যন্ত জেলা প্রশাসনের এই মানবিক প্রয়াস উত্তর দিনাজপুর জেলার তিন হাজারের অধিক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা উপকৃত হয়েছেন। আরো বেশ কিছুদিন এই প্রকল্পের কাজ উত্তর দিনাজপুর জেলার বেস্ট বেশ কয়েকটি ব্লকে চলবে বলে জানা যায়।