রায়পাড়া নাম যজ্ঞ অনুষ্ঠানে হঠাৎ করেই রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল
1 min readরায়পাড়া নাম যজ্ঞ অনুষ্ঠানে হঠাৎ করেই রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৩ নভেম্বর প্রতিবছরের ন্যায় এবছরও কালিয়াগঞ্জের রায়পাড়া নাম যজ্ঞাঅনুষ্ঠান কমিটির উদ্যোগে ১৬ প্রহর ব্যাপী নামযজ্ঞনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার ভোরে নাম কীর্ত্তনের সমাপ্তি হবে।এবছর ১৩ তম বর্ষে পদার্পণ করে নামযজ্ঞানুষ্ঠান।
তার আগে বুধবার নামযজ্ঞনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত হন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।এদিন তিনি বেশ কিছু সময় নাম যজ্ঞা অনুষ্ঠানে ভক্তদের মাঝে ছিলেন।অনুষ্ঠানকে ঘিরে প্রচুর ভক্তের সমাগম হয়।