December 10, 2024

কালিয়াগঞ্জের কৃষকদের মধ্যে সরকারি ভরতুকি যুক্ত ৬০ জন কৃষককে কৃষি সামগ্রী প্রদান

1 min read

কালিয়াগঞ্জের কৃষকদের মধ্যে সরকারি ভরতুকি যুক্ত ৬০ জন কৃষককে কৃষি সামগ্রী প্রদান

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১২ নভেম্বর:মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল কৃষিমান্ডিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে ৬০ কৃষককে বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তির কৃষি সামগ্রী দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,

 

সহ সভাপতি বুলি রায় ,কৃষি কর্মাধ্যক্ষ পঞ্চমী দাস,ভারপ্রাপ্ত ব্লক কৃষি আধিকারিক তুষার কান্তি চৌধুরী সহ অনেকেই। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার বলেন কালিয়াগঞ্জ কৃষি বিভাগের উদ্যোগে এফ এস এস প্রকল্পের অধীনে পোর্টালের মাধ্যমে ৯০০ জন কৃষক উন্নত কৃষি সামগ্রীর পাবার জন্য আবেদন করেছিলেন।তার মধ্যে ৩০০ জনকে কৃষি সামগ্রী প্রদানের জন্য অনুমতি দেওয়া হয় এদিন তাদের মধ্যে প্রথম দফায় ৬০ জন কৃষককে কৃষি সামগ্রী প্রদান করা হয়।ভারপ্রাপ্ত কৃষি আধিকারিক তুষার কান্তি চৌধুরী জানান রাজ্যের কৃষি দপ্তর কৃষকদের উন্নয়নে এবং রাজ্যের কৃষির উন্নয়নের স্বার্থে কৃষকদের মধ্যে উন্নতমানের কৃষি সরঞ্জাম দেওয়া হল।আগামীতে দ্বিতীয় দফায় আবার অবশিষ্ট চিহ্নিত কৃষকদের কৃষি উপকরণ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *