January 2, 2025

চার বছর পর নির্বাচনে এই প্রথম কালিয়াগঞ্জ মাল্টিপারপাস সমবায় সমিতি কংগ্রেসের হাত থেকে তৃণমূলের দখলে গেল

1 min read

চার বছর পর নির্বাচনে এই প্রথম কালিয়াগঞ্জ মাল্টিপারপাস সমবায় সমিতি কংগ্রেসের হাত থেকে তৃণমূলের দখলে গেল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৩ অক্টোবর:এই প্রথম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মাল্টিপারপাস সমবায় সমিতি কংগ্রেস দলের হাত থেকে তৃণমূল দলের হাতে গেল।বুধবার কালিয়াগঞ্জ সমবায় সমিতির অফিস গৃহে সমিতির নির্বাচিত সদস্যদের মধ্যে এক বৈঠকে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন দেবাশীষ ব্রহ্ম(স্বপন) এবং সভাপতি পদে নির্বাচিত হন মনীন্দ্র নাথ রায়। জানা যায় মোট ১২ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ১১ টি আসনে জয়ী হলেও কংগ্রেসের মাত্র ১ জন প্রার্থী জয়ী হন।

কালিয়াগঞ্জ মাল্টিপারপাস সমবায় সমিতির নবনির্বাচিত সম্পাদক দেবাশীষ ব্রহ্ম এক সাক্ষাৎকার ে বলেন কালিয়াগঞ্জ মাল্টিপারপাস সমবায় সমিতি সারা রাজ্যের মধ্যে একটি সফল সমবায় সমিতি হিসাবে চিহ্নিত।যদিও সমিতির বেশ কিছু ব্যাবসা কমে যাওয়ায় সমিতি পূর্বের তুলনায় কিছুটা দুর্বল হয়েছে।তবে আদমাদের তৃণমূল দলের পক্ষ থেকে এই নাম করা সমবায় সমিতিকে কংগ্রেসের হাত থেকে পেয়ে এই সমবায় সমিতিকে আবার রাজ্যের মধ্যে একটি ভালো সমিতিতে পরিণত করব বলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। জানা যায় ভারত বর্ষের স্বাধীনতা লাভের পরের বছর অর্থাৎ ১৯৪৮ সালে কালিয়াগঞ্জ মাল্টিপারপাস সমবায় সমিতি প্রতিষ্ঠা লাভ করে স্বর্গীয় শরৎচন্দ্র মজুমদারের নেতৃত্বে বেশ কিছু উৎসাহী সমবায়ীদের তৎপরতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..