January 3, 2025

বাঙালবাড়িতে এক অনুষ্ঠানে ড: বৃন্দাবন ঘোষের উত্তর দিনাজপুরের লোকসংস্কৃতি বইটির উদ্বোধন

1 min read

বাঙালবাড়িতে এক অনুষ্ঠানে ড: বৃন্দাবন ঘোষের উত্তর দিনাজপুরের লোকসংস্কৃতি বইটির উদ্বোধন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২২ অক্টোবর: সম্প্রতি বাঙালবাড়ি হাসপাতাল পাড়া সর্বজনীন দুর্গা মন্ডপ প্রাঙ্গণে উত্তর দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক শ্রী শুভম চক্রবর্তী মহোদয় ড. বৃন্দাবন ঘোষের রচিত ‘উত্তর দিনাজপুরের লোকসংস্কৃতি’ গ্রন্থটির উদ্বোধন করেন।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির চর্চা কেন্দ্র থেকে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এটি ড. ঘোষের ২৮তম প্রকাশিত গ্রন্থ। উক্ত গ্রন্থের ৮টি অধ্যায়ে উত্তর দিনাজপুর জেলার পরিচিতি, জনবিন্যাস ও ভাষা, লোকিক খাদ্য ও চিকিৎসা, পূজার্চনা ও মেলা, প্রবাদ প্রবচন ধাঁধা ছড়া ও কিংবদন্তি, লোকনৃত্য লোকবাদ্য ও লোকসংগীত, লোকনাট্য এবং লোকশিল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। উক্ত স্থানে বইটি উদ্বোধন হওয়ার জন্য পূজা কমিটির কর্মকর্তাবৃন্দ খুশি হয়েছেন। ড. ঘোষ এই গ্রন্থ উদ্বোধনের জন্য কর্মকর্তা বৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্যন্ত দক্ষতার সাথে আশীষ সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *