January 3, 2025

প্রশাসনের উদ্যোগে কালিয়াগঞ্জ শহরের কালি পূজার কমিটিদের নিয়ে বৈঠক

1 min read

প্রশাসনের উদ্যোগে কালিয়াগঞ্জ শহরের কালি পূজার কমিটিদের নিয়ে বৈঠক

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯ অক্টোবর:শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের নজমু নাট্য নিকেতনে আসন্ন দীপাবলি উৎসবকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ শহরের সমস্ত কালী পূজা কমিটির উদ্যোক্তাদের নিয়ে পুলিশ প্রশাসন ও পৌর প্রশাসন এর যৌথ উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,কালিয়াগঞ্জ থানার আই সি দেবব্রত মুখার্জী,উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি ছাড়াও ছিলেন ফায়ার ব্রিগেডের প্রতিনিধিগণ। কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর অত্যন্ত শান্তিপুর একটি শহর। সম্প্রতি শারদ উৎসব শান্তিপূর্ণভাবে হয়েছে। তার জন্য সবাইকে অভিনন্দন জানাই।

পৌর পিতা রামনিবাস সাহা বলেন আর মাত্র কয়েকটা দিন পরেই আমাদের সবার অত্যন্ত প্রিয় উৎসব দীপাবলি উৎসব। এই দীপাবলি উৎসব যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য সবার কাছে আমার বিনীত আবেদন আপনারা শান্তিপূর্ণভাবে কালী পূজার উৎসব করবেন অপরের মনে কোন রকম আঘাত না দিয়ে।কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি বলেন দুর্গাপূজা আমাদের এই শহরে ভালোভাবেই আমরা কাটিয়েছি। আর কটা দিন পরেই কালীপুজো। কালীপুজোর কমিটি গুলির কাছে অনুরোধ তারা যেন সরকারের সমস্ত নিয়মকানুন মেনে সবার সহযোগিতায় কালিয়াগঞ্জের সম্মান রেখে অত্যন্ত সাফল্যের সাথে কালি পূজার উৎসব করবেন। আইসি দেবব্রত মুখার্জি বলেন সরকারি আইন কোনভাবেই যেন লংঘন না হয়।আমরা চাইনা কালীপূজার মধ্যে কারো বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা গ্রহণ করতে হয়।তাই কারো বিরুদ্ধে দীপাবলি উৎসবে কোনো রকম প্রশাসনিক ব্যবস্থা যাতে না নিতে হয় ঠিক সেইভাবে সবাই আমরা কালীপূজায় আনন্দ উৎসবে মেতে থাকবো। কালিয়াগঞ্জ শহরের ঐতিহ্যবাহী মা বয়রা কালী, হাসপাতাল পাড়া ত্রিধারা ক্লাব,অগ্নিবীণা ক্লাব,সুহৃদ সংঘ, কসকো ক্লাব সহ আনুমানিক ৩৩ টি ক্লাবের সদস্যরা উপস্থিত হয়ে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *