না ফেরার দেশে চলে গেলেন উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট খনপালা শিল্পী শ্রীমন্ত দেবশর্মা
1 min readনা ফেরার দেশে চলে গেলেন উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট খনপালা শিল্পী শ্রীমন্ত দেবশর্মা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১২ মে: শুক্রবার স্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট খন শিল্পী শ্রীমন্ত দেবশর্মা না ফেরার দেশে চলে গেলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।তার মৃত্যুর দুঃসংবাদটি ছড়িয়ে পড়ার সাথে সাথে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কালিয়াগঞ্জ ব্লকের লোক শিল্পীরা তার চান্দলের বাড়িতে উপস্থিত হন। উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট খন শিল্পী গণেশ রবিদাস বলেন শ্রীমন্ত অত্যন্ত বর মাপের শুধু খন শিল্পীই ছিলেন না।
সে একাধারে হারমোনিয়াম,একাধারে ঢোলক, অভিনয়,গান কি জানতেন না?শ্রীমন্ত খন শিল্পীদের গর্বের একজন মানুষ ছিলেন।তার অভাব কোনদিন আর পুরন হবার নয়।তিনি যেখানেই থাকুক চীর শান্তিতে থাকুক।তার আত্মার শান্তি হোক।শনিবার কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুরের চান্দোলে তার প্রতি শ্রদ্ধা জানাতে জেলার খন ও লোক শিল্পীরা উপস্থিত হয়ে তার স্মৃতি চারণ করেন বলে জানা যায়।