কালিয়াগঞ্জের শ্রীমতী নদীর সংস্কারের সিদ্ধান্ত নিয়েও বন্ধ থাকায় বর্তমানে বোরো জমিতে পরিণত-
1 min readকালিয়াগঞ্জের শ্রীমতী নদীর সংস্কারের সিদ্ধান্ত নিয়েও বন্ধ থাকায় বর্তমানে বোরো জমিতে পরিণত–
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২২ মার্চ:শতাব্দীর প্রাচীন উত্তর দিনাজপুর জেলার কালিয়া গঞ্জের শ্রীমতী নদীর সংস্কারের সিদ্ধান্ত নিয়েও বন্ধ। কালিয়াগঞ্জের শ্রীমতী নদী নদীর সত্তা হারিয়ে দীর্ঘদিন থেকেই বোরো জমিতে পরিণত হয়েছে।যদিও জেলা প্রশাসনের এ ব্যাপারে নেই কোনো হেলদোল।কালিয়াগঞ্জের শ্রীমতী নদী শহরের মধ্য দিয়ে একসময় প্রবাহিত হত।এখনো সেই শ্রীমতী নদীর নাম থাকলেও শ্রীমতী নদীর রূপ পরিবর্তন হয়ে ধানি জমিতে পরিবর্তন হয়েছে। বর্তমানে একরের পর একর শ্রীমতী নদীর জমিতে বোরো চাষ হয়।শোনা যায় নদী নাকি পুরোটাই চাষীদের কাছে বিক্রি হয়ে গেছে। কালিয়াগঞ্জ নদী বাঁচাও o উন্নয়ন কমটির সহ সম্পাদক ডক্টর কাঞ্চন দে বলেন নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার জেলা শাসককে আমরা কালিয়াগঞ্জের শ্রীমতী নদীর সংস্কারের জন্য আবেদন করেছিলাম।
শুধু তাই নয় কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী শতাব্দীর প্রাচীন মৃতপ্রায় শ্রীমতি নদীর সংস্কারের ।মাধ্যমে প্রাণ ফিরিয়ে কি ।।ভাবে আনা যায় সে ব্যাপারে আলোচনা করা হয়েছিল।উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা আমাদের সাথে একমত হয়ে শ্রীমতী নদীর সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিলেন।[কালিয়াগঞ্জ নদী বাঁচাও ও উন্নয়ন কমিটি জেলাশাসক কে অভিনন্দন জানিয়েছিল। কিন্তূ ঐপর্যন্তই।তারপর আজ প্রায় একবছর অতিক্রান্ত হয় গেছে নদী সংস্কারের জন্য এক কোদাল মাটি কাটা হয়নিপরবর্তীতে জানা যায় কালিয়া গঞ্জের শ্রীমতী নদী নাকি কালিয়াগঞ্জের চাষীরা গোটা নদীকেই কিনে নিয়েছে।অর্থাৎ সমস্ত নদীটাকেই রায়তি সম্পত্তিতে পরিণত করা হয়েছে। কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা কালিয়াগঞ্জ নদী বাঁচাও ও উন্নয়ন কমিটির কর্নধারদের ডেকে বলেন কালিয়াগঞ্জ শ্রীমতী নদীর সংস্কারের কাজ একশো দিনের কাজের মাধ্যমে করার সিদ্ধান্ত জেলা প্রশাসন নিলেও এই নদীকে সংস্কার করা সম্ভব নয়।কারন শ্রীমতি নদীর পুরোটাই রায়তি সম্পত্তি হযে আছে।সেখানে সংস্কার করা কোন ভাবেই সম্ভব নয়।ফলে সেখানেই নদী সংস্কারের কাজ বন্ধ হয়ে আছে।কালিয়াগঞ্জ নদী বাঁচাও ও উন্নয়ন কমটির সম্পাদক প্রসূন দাস এক সাক্ষাৎকারে বলেন পুরো শ্রীমতী নদীটাই যদি পুকুর চুরি হয়ে থাকে তাহলে জেলা প্রশাসনের কি কিছু করার নেই? জেলা প্রশাসন কেন এ ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না।কি করে একটা আস্ত নদীকে রায়তি সম্পত্তিতে পরিণত হল এবং কাদের মাধ্যমে এই কাজ কবে করা হয়েছে তা বের করার দায়িত্ব জেলা প্রশাসনের উপরেই বর্তায়। সুতরাং জেলা প্রশাসনকেই সরকারের নদীকে পুনরায় ফিরিয়ে আনতে হবে বলে প্রসূন বাবু মনে করেন।জানা যায় খুব শীঘ্রই কালিয়াগঞ্জ নদী বাঁচাও ও উন্নয়ন কমিটি কালিয়াগঞ্জের শ্রীমতী নদীকে রায়তি সম্পত্তি থেকে নদীতে রুপান্তর করার দাবি নিয়ে ব্যাপক আন্দোলনে নামতে চলেছে বলে জানান সম্পাদক প্রসূন দাস।কালিয়া গঞ্জের সাধারন মানুষের দাবী রাজ্য ও জেলা প্রশাসনের উচিৎ কোন সরকারি আধিকারিকের সহায়তায় কিসের ভিত্তিতে একটি নদীকে রায়তি সম্পত্তি করা হল তার সমস্ত ঘটনা বের করে সাধারন মানুষের সামনে তুলে ধরা হোক।