চলো হাত ধরি প্লাস্টিক মুক্ত ইটাহার গড়ি লক্ষে এক দিনের প্রতিযোগিতা মুলক ক্রিকেট খেলার আয়োজন করা হয় রবিবার ইটাহারে
1 min readচলো হাত ধরি প্লাস্টিক মুক্ত ইটাহার গড়ি লক্ষে এক দিনের প্রতিযোগিতা মুলক ক্রিকেট খেলার আয়োজন করা হয় রবিবার ইটাহারে
১৩ই মার্চ ইটাহার: চলো হাত ধরি প্লাস্টিক মুক্ত ইটাহার গড়ি লক্ষে এক দিনের প্রতিযোগিতা মুলক ক্রিকেট খেলার আয়োজন করা হয় রবিবার ইটাহারে। এদিন ইটাহার ব্লক ও পঞ্চায়েত সমিতির আয়োজিত, এদিনের ক্রিকেট খেলায় অংশ গ্রহণ করে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ,হেমতাবাদ ইটাহার ব্লক প্রশাসনের ক্রিকেট দল , এদিন মাঠ প্রাঙ্গণে প্লেয়ার পরিচয় ও রঙ্গিন বেলুন উড়িয়ে ব্যাট বল হাতে নিয়ে খেলার সূচনা করেন
ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস সহ পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ। ছিলেন জেলা আধিকারিক শুভজিৎ মন্ডল, কালিয়াগঞ্জ এর বিডিও সন্দিপন দে,হেমতাবাদের বিডিও লক্ষি কান্ত রায়, রায়গঞ্জ এর বিডিও স্নেহাশীষ মন্ডল, ইটাহার জয়েন্ট বিডিও জাহেদুল ইসলাম সহ জয়েন্ট বিডিও, এবং ব্লক তৃনমূল কংগ্রেস নেতৃত্ব মোজাফফর হোসেন ,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রিনা সরকার,
পঞ্চায়েত সমিতির কম’ধক্য মহম্মদ ইসরাইল পঞ্চায়েত সমিতির শিক্ষা কম’ধক্য আবিরুদ্দিন সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা। এদিনের খেলায় চার ব্লকের সরকারী কমি’রা খেলায় অংশ গ্রহণ করলে দশ’কের আসন ছিল চোখে পড়ার মতো, এদিন হেমতাবাদ কে হাড়িয়ে রায়গঞ্জ ব্লক প্রশাসনের দল জয়ী হয়।