December 26, 2024

ইউক্রেন থেকে বাড়ি ফিরল উত্তর দিনাজপুর জেলার তিন পড়ুয়া

1 min read

ইউক্রেন থেকে বাড়ি ফিরল উত্তর দিনাজপুর জেলার তিন পড়ুয়া

ইউক্রেন থেকে বাড়ি ফিরল উত্তর দিনাজপুর জেলার তিন পড়ুয়া। ইসলামপুরের পাভেল দাস ও চোপড়ার দুই ভাই শোহেল আখতার ও শাহিদ আখতার। ঘরের ছেলে ঘরে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। চোপড়ার কাঁচাকালী এলাকার বাসিন্দা মতিবুল রহমানের দুই ছেলে সোহেল আখতার ও শাহিদ আখতার ডাক্তারি পড়তে ইউক্রেনে পাড়ি দিয়ে ছিল।

তারা ইউক্রেনের বগোমোলেট্স ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি ছাত্র। ২০১৮ সালে বড় ছেলে সোহেল আকতার এবং ২০১৯ সালে তার ছোট ছেলে শাহিদ আকতার ইউক্রেনে পড়তে যায়। তারা বর্তমানে ইউক্রেনের রাজধানী কিয়ভে ছিল। অন্যদিকে ইসলামপুরের পাভেল দাস তিনি ইউক্রেনের টার্নোপিল ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র ছিল। শনিবার বাগডোগরা বিমানবন্দরে নামেন তারা। এবং সেখানে তাদের কে জেলা প্রশাসনের তরফ থেকে সেখান থেকে তাদের বাড়ি পৌছে দেওয়া হয় বলে জানান ইসলামপুর মহকুমা শাসক সপ্তর্ষি নাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *