December 26, 2024

মন্ত্রী গোলাম রব্বানী মঞ্চে থাকলেও তৃণমূলের কালিয়াগঞ্জের নেতৃত্বরা ভুলেই গেলেন মন্ত্রীর কথা?

1 min read

মন্ত্রী গোলাম রব্বানী মঞ্চে থাকলেও তৃণমূলের কালিয়াগঞ্জের নেতৃত্বরা ভুলেই গেলেন মন্ত্রীর কথা?

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৬ ফেব্রুয়ারি:আশ্চর্য ঘটনাও দেখতে হল যেন থেকেও নেই কালিয়াগঞ্জে বুধবারের তৃণমূলের ডাকা ফিরহাদ হাকিমের সভায় রাজ্যের অনগ্রসর ও মাদ্রাসা দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানী।যেন থেকেও নেই।সভায় এক এক করে অনেকের বক্তব্য হবার পর মঞ্চে বক্তব্য রাখলেন কলকাতার মহা নাগরিক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।আসলে রব্বানী সাহেব মঞ্চে থাকলেও সভার পরিচালক এবং কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার ভুলেই গিয়েছিলেন।

পরবর্তীতে তিনি আছেন মনে হবার পর তাকে শেষ পর্যন্ত ফিরহাদ হাকিমের ভাষণের পর বক্তব্য রাখতে দিলে মন্ত্রী বলেই ফেললেন ক্ষোভ চেপে না রাখতে পেরে ফিরহাদ হাকিমের পর আমি কি বক্তব্য রাখবো বলে সামান্য দুই চারটি কথা বলে বক্তব্য শেষ করেন।আসলে ফিরহাদ হাকিমের ধারে কাছে গিয়ে গা ঘেঁষতে পেরে রব্বানী সাহেব যে মন্ত্রী তা বেমালুম ভুলে গিয়েছিলেন পৌর জনসভার কালিয়াগঞ্জের আয়োজকরা। যা সবার কাছেই হয়েছিল দৃষ্টি কটুর বিষয়।অনেককেই বলতে শোনা গেল এটা মোটেই সঠিক কাজ হয়নি একজন মন্ত্রীর সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *