তৃণমূলে আয়ারাম গয়ারাম দল বদলুদের কোন স্থান নেই, -ফিরহাদ হাকিম
1 min readতৃণমূলে আয়ারাম গয়ারাম দল বদলুদের কোন স্থান নেই, -ফিরহাদ হাকিম
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৬ ফেব্রুয়ারি:যদি কেউ ভেবে থাকে অন্যদলের হয়ে তৃণমূলের প্রার্থীদের ভোটে হারিয়ে জয়ী হয়ে তৃণমূল দলে যাবো তারা মূর্খের স্বর্গে বাস করছে।তৃণমূল দল পশ্চিমবঙ্গে একটি শক্তিশালী রাজনৈতিক দল তাই এই দলে আয়ারাম গযারাম দল বদলুদের কোন স্থান নেই।বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেস আয়োজিত কালিয়াগঞ্জ পুরভোট উপলক্ষে শেঠ কলোনি শিমুল তলা ময়দানের এক জনসভায় এই কথা বলেন কলকাতা করপোরেশনের মহা নাগরিক তথা রাজ্যের পরিবহন ও আবাসন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম।তিনি বলেন মানুষকে আর বোঝাতে হয়না তৃণমূল দল কতটা অপরিহার্য
সাধারণ মানুষদের কাছে।তাই ২০২১ সালের বিধান সভা নির্বাচনে দিল্লির বিজেপি নেতাদের এ রাজ্যের মানুষ বুঝিয়ে দিয়েছে বাংলার মানুষ বিজেপির মত সাম্প্রদায়িক একটি দলকে এই রাজ্যের মানুষ চায়না।এই রাজ্যের মানুষ চায় শুধু কথা না বলে ঘরে ঘরে মহিলাদের জন্য যারা লক্ষীর ভান্ডারের টাকা পৌঁছে দেয় তাদের।ফিরহাদ হাকিম বক্তব্য রাখতে গায়ে বলেন এখানে যেসব মা বোনেরা বসে আছেন আমি শুধু তাদের মহিলা বলে মনে করিনা।আমিতো দেখছি আপনারা প্রত্যেকেই মা লক্ষী।আমাদের নেত্রী রাজ্যের মা দেরকে লক্ষীর আসনে বসিয়েছে।
তাই আপনারা আমার প্রণাম নেবেন।মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন কালিয়াগঞ্জ পৌর সভা বিগত পাঁচ বছর আগেও যখন কংগ্রেসের পৌর বোর্ড ছিল তখন আর মাত্র চার বছরের মধ্যে তৃণমূলের পৌর বোর্ড এসে কালিয়াগঞ্জ পৌর শহরকে একটি উন্নত পৌর সভা কালিয়াগঞ্জ বাসীকে উপহার দিয়েছে।এটা সম্ভব হয়েছে রাজে মা মাটি মানুষের সরকার থাকার কারণেই। আমি সেই সময় রাজ্যের পৌর মন্ত্রী থাকার সুবাদে কালিয়াগঞ্জ তৃণমূল পরিচালিত পৌর সভা যত প্রকল্পের জন্য অর্থ চেয়েছিল তার সব কিছুই দিয়েছিলাম।কালিয়াগঞ্জের মানুষ পৌর নির্বাচনে আবার তৃণমূলের হাতে এই পৌর সভার দায়িত্ব তুলে দেবে আমার দৃঢ় বিশ্বাস।তাই আপনাদের প্রতিশ্রুতি দিতেই পারি কালিয়াগঞ্জ শহরকে মডেল পৌর সভা তৈরি করতে অর্থের কোন অভাব হবেনা।এই জনসভায় বক্তব্য রাখেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল,রাজ্যের অনগ্রসর ও মাদ্রাসা দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী,রায়গঞ্জের পৌর পিতা সন্দীপ বিশ্বাস,ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন তৃণমূলের রাজ্যসভার সদস্য মৌসুম নূর এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও সুজিত সরকার।উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ,নিতাই বৈশ্য সহ ১৭ টি ওয়ার্ডের তৃণমূল দলের প্রার্থীরা।