দিবারাত্রি ভলিবলে চ্যাম্পিয়ন সাহেবঘাটা সমাজ কল্যাণ সংঘ-
1 min readতপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১১ ফেব্রুয়ারি:বৃহস্পতিবার হেমতাবাদ ব্লকের শাসনে শাসন ইউনাইটেড ক্লাবের পরিচালনয় দিবারাত্রি ভলিবল খেলায় চ্যাম্পিয়ন হয় কালিয়াগঞ্জ ব্লকের সাহেবঘাটা সমাজ কল্যাণ সংঘ।সাহেবঘাটা সমাজ কল্যাণ সংঘ ৩ পয়েন্টে হরিয়ানা ভলিবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।সাশন ইউনাইটেড ক্লাবের সম্পাদক নাজিমুল হোসেন জানানমোট চারটি ভলিবল দল এই খেলায় অংশগ্রহণ করে।ভলিবল খেলায়
ম্যান অফ দি ম্যাচ হন রোহিত কুয়ার এবং ম্যান অফ দি সিরিজ পঙ্কজ সাহা।খেলায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মালগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান নিলিমা রায়,জ্ঞানেন্দ্র নাথ রায়,হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায় সহ
বিশিষ্ট ব্যক্তিগণ।খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শাসন ইউনাইটেড ক্লাবের সম্পাদক নাজিমুল হোসেন সহ ক্লাবের সদস্যরা।এই ভলিবল খেলায় বিভিন্ন রাজ্যের বিশিষ্ট ভলিবল খেলোযাররা অংশগ্রহণ করে বলে ভলিবল খেলোয়াড় রোহিত রায় জানান।খেলাকে ঘিরে প্রচুর দর্শকের সমাবেশ ঘটে।