ভাইজাকে ৫ম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বিশাল জয়ের সুবাদে ১৮জন ক্যারাটে খেলোয়াড়কে সম্বর্ধনা দিল উত্তর দিনাজপুর স্পোর্টস ক্যারাটে একাডেমি ও অরবিন্দ স্পোর্টিং
1 min readভাইজাকে ৫ম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বিশাল জয়ের সুবাদে ১৮জন ক্যারাটে খেলোয়াড়কে সম্বর্ধনা দিল উত্তর দিনাজপুর স্পোর্টস ক্যারাটে একাডেমি ও অরবিন্দ স্পোর্টিং
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ৮ ফেব্রুয়ারি:মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ অরবিন্দ স্পোর্টিং ক্লাবে উত্তর দিনাজপুর স্পোর্টস ক্যারাটে একাডেমি ও অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষথেকে সম্প্রতি অন্ধ্র প্রদেশের ভাইজাকে অনুষ্ঠিত ৫ম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় রায়গঞ্জের উত্তর দিনাজপুর স্পোর্টস ক্যারাটে একাডেমির ১৮জন ক্যারাটের সফল প্রতিযোগীদের সম্বর্ধনা দেওয়া হয়।
উত্তর দিনাজপুর স্পোর্টস ক্যারাটে একাডেমির কর্নধার তথা শিক্ষক শিবু কর্মকার এক সাক্ষাৎকারে জানান মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ১৮ জন সফল ক্যারাটের ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেন রায়গঞ্জ পৌর সভার চেয়ারম্যান সন্দ্বীপ বিশ্বাস,পৌর সভার ভাইস-চেয়ারম্যান অরিন্দম সরকার,কাউন্সিলর অর্ণব মন্ডল,পঞ্চানন বর্মা সেবা সমিতির সম্পাদক শ্যামাপদ রায়,রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরেন গিরি,রায়গঞ্জ অরবিন্দ স্পোর্টিং ক্লাবের অন্যতম সদস্য সম্রাট বোস।
সম্বর্ধিত সফল ছাত্র ছাত্রীরা হল-কৃষ্ণ শংকর খাতিক, সৌরভ রায়,অনিরুদ্ধ বৈষ্ণব,সুদীপ কর্মকার,প্রিয়ম চৌধুরী, সৌম্যাল্য সাহা,শুভমিতা সরকার, অনুষ্কা সরকার,দ্বিপান্বিত কাহার,তৃষা রায়, সু স্মিতা মাহাতো,সুপর্ণা সেন,প্রজনামিত্র,মধুমিতা রায়, রিঙ্কি সাহা,সৌনাভ সাহা, মামন রায়, এবং সায়ন্তনী চন্দ।সফল ক্যারাটের ছাত্র ছাত্রীরা সম্বর্ধনা পেয়ে প্রত্যেকেই বলেন তারা এই সম্বর্ধনা পেয়ে তাদের উৎসাহ আরো দ্বিগুন বেড়ে গেল।উত্তর দিনাজপুর স্পোর্টস ক্যারাটে একাডেমির কর্নধার তথা শিক্ষক শিবু কর্মকার বলেন রায়গঞ্জের ক্যারাটের ছাত্র ছাত্রীদের এই বিশাল সাফল্য ভবিষ্যতে আরো বড় সাফল্য পাবার ইঙ্গিত বহন করে বলে জানান।